আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী বাজারের পুরাতন ব্রিজের নিচে পরিত্যক্ত ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে রাজাবাড়ি বাজারের পশ্চিম পাশের পুরাতন ব্রিজের নিচে পরিত্যক্ত টিনের ছাপড়া ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ অর্ধগলিত থাকায় পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে জনি সরকার ও তার বোন সানজিদা সরকার মরদেহটি তার বাবা আসাদুজ্জামান সরকারের (৫০) বলে দাবি করেন। তারা জানান, মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া গেঞ্জি, লুঙ্গি ও জুতা জোড়া তাদের বাবার।
আসাদুজ্জামান উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মিটালু গ্রামের মৃত মফিজ উদ্দিন সরকারের ছেলে৷
এ বিষয়ে সানজিদা সরকার জানান, তার বাবা রাজাবাড়ী বাজারে ফার্নিচারের ব্যবসা করতেন। গত ২৩ সেপ্টেম্বর তিনি দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। মাথায় কিছুটা সমস্যা ছিলো৷ আড়াই মাস আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান। অনেক খোঁজাখোজি করেও তার কোনো সন্ধান না পেয়ে শ্রীপুর থানায় জিডি করেন তারা।
রাজাবাড়ী বাজার কমিটি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজাবাড়ি বাজারে চুরির চেষ্টা করে চোর চক্র। চোর সন্দেহে আমরা একজনকে দৌড়ানি দিলে সে পরিত্যক্ত ব্রিজের নিচ দিয়ে পালিয়ে যায়৷ আমরা পিছনে ছুটলে ওই জায়গায় দুর্গন্ধ পাই৷ তারপর দেখি পরিত্যক্ত টিনের ছাউনির ঘরে লাশ পড়ে আছে; দেখে পুলিশে খবর দিই।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
সানা/ওআ/আপ্র/১৯/১২/২০২৫

























