ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

শ্রীপুরে অগ্নিকাণ্ডে তুলার গুদাম পুড়ে ছাই , তিন গরুসহ দুই কোটি টাকার ক্ষতি

  • আপডেট সময় : ০৬:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাওনা-শ্রীপুর সড়কের কেওয়া বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গুদামের মালিক সারোয়ার হোসেন জানান, রাত ১২টার দিকে তালা লাগিয়ে বাড়ি যাওয়ার প্রায় ৩০ মিনিট পর স্থানীয়দের ফোনে অগ্নিকাণ্ডের খবর পান। তিনি দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, গুদামের এক কোণে আগুন জ্বলছে এবং মুহূর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে গুদামের পাশে থাকা তার গরুর খামারের তিনটি গরুসহ পুরো গুদাম পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ছবি সংগৃহীত

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারটি ইউনিট টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গুদামের পাশে থাকা গবাদিপশু পুড়ে মারা গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

সানা/আপ্র/১৯/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শ্রীপুরে অগ্নিকাণ্ডে তুলার গুদাম পুড়ে ছাই , তিন গরুসহ দুই কোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ০৬:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাওনা-শ্রীপুর সড়কের কেওয়া বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গুদামের মালিক সারোয়ার হোসেন জানান, রাত ১২টার দিকে তালা লাগিয়ে বাড়ি যাওয়ার প্রায় ৩০ মিনিট পর স্থানীয়দের ফোনে অগ্নিকাণ্ডের খবর পান। তিনি দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, গুদামের এক কোণে আগুন জ্বলছে এবং মুহূর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে গুদামের পাশে থাকা তার গরুর খামারের তিনটি গরুসহ পুরো গুদাম পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ছবি সংগৃহীত

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারটি ইউনিট টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গুদামের পাশে থাকা গবাদিপশু পুড়ে মারা গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

সানা/আপ্র/১৯/১১/২০২৫