মহানগর প্রতিবেদন : দৈনিক ন্যূনতম ৫০০ টাকা মজুরি এবং বকেয়া মজুরি পরিশোধের দাবিতে ঢাকায় শ্রম ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা। গতকাল রোববার বেলা ১১টায় পল্টনের মুক্তি ভবনের সামনে থেকে ৭০ থেকে ৮০ জন চা শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে বিজয়নগর শ্রম ভবনের সামনে অবস্থান নেন। বেলা ১টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে নানা দাবি তুলে ধরেন চা শ্রমিকরা। চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক সবুজ তাঁতী বলেন, “১১ হাজার টাকা বকেয়া মজুরি পরিশোধের সিদ্ধান্ত চা-শ্রমিকরা মেনে নেননি। সাত মাস পার হলেও ২০২৩-২৪ সালের নতুন মজুরিসহ অন্যান্য বিষয়ে চুক্তির কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। “
ঘেরাও কর্মসূচি চলাকালে দাবি-দাওয়া নিয়ে শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের ভেতরে যান বাস্তবায়ন সংগ্রাম কমিটির একটি প্রতিনিধি দল।ফিরে এসে সবুজ তাঁতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাপরিচালক ছিলেন না। তবে অন্য কর্মকর্তা ছিলেন। তিনি আমাদেরকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে যেতে বলেছেন।“
১২০ থেকে ৩০০ টাকা মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকরা গত বছরের অগাস্ট মাসে টানা ১৯ দিন ধর্মঘট পালন করেন। সে সময় হবিগঞ্জের ২৪টি চা-বাগানসহ দেশের বিভিন্ন এলাকায় চা-বাগানগুলোতে কর্মবিরতি চলে। পরে রাজপথে অবরোধের মত কর্মসূচিতে যান চা শ্রমিকরা। ওই আন্দোলনের মাঝামাঝি সময়ে শ্রম অধিদপ্তর ও মালিকপক্ষ ১২০ টাকা মজুরির জায়গায় ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা দিতে সম্মতি জানালেও চা-শ্রমিকরা তা প্রত্যাখান করে আন্দোলন অব্যাহত রাখেন। পরে প্রধানমন্ত্রী তাদের নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন। যা মেনে নিয়ে কাজে ফিরেছিলেন চা শ্রমিকেরা। এরপর চলতি বছরের ১ মার্চ শ্রম অধিদপ্তর প্রজ্ঞাপন করে শ্রমিকদের বকেয়া মজুরি থোক বরাদ্দ হিসেবে ১১ হাজার টাকা তিন কিস্তিতে পরিশোধের ঘোষণা দেয়। সবুজ তাঁতী বলেন, “হিসাব অনুযায়ী প্রত্যেক চা শ্রমিক ৩০ হাজার টাকার বেশি বকেয়া মজুরি পাবেন। কিন্তু চা-শ্রমিকের শ্রমে আর ঘামে অর্জিত সম্পূর্ণ বকেয়া মজুরি কেন দেওয়া হবে না, সে বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি প্রজ্ঞাপনে।“
চা শ্রমিকদের এক নেতা সত্যজিৎ উরাং বলেন, “এখন আমাদের ১৭০ টাকা দৈনিক মজুরি দিচ্ছে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে এই টাকায় কী হয় আপনারই বলুন। তাই ৫০০ টাকা দৈনিক মজুরি চাই।“ ছুটির ক্ষেত্রে বাগানে বাগানে তারতম্য আছে জানিয়ে, চা শ্রমিকদের নেতা সন্ধ্যা রানী বলেন, “আমাদের মাতৃত্বকালীন ছুটি কোনো কোনো চা বাগানে দুই মাস, কোনো বাগানে তিন মাস আবার কোনো বাগানে চার মাস। কিন্তু কোনো বাগানে ছয় মাস নেই কেন? আমাদেরকে এত ছোট করে দেখা হচ্ছে কেন? তাহলে কেন এত পার্থক্য।“
শ্রম ভবন ঘেরাওয়ে চা শ্রমিকরা, দৈনিক ৫০০ টাকা মজুরি দাবি
জনপ্রিয় সংবাদ