ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫
কবিতা--------------

শ্রমের বিনিময়

  • আপডেট সময় : ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

শাহনেওয়াজ কবির ইমন

তোমরা যে সিঁড়ি বেয়ে উপরে উঠছ
এমনকি যে গৃহে তোমরা সুরক্ষিত,
যে বিছানা সুখের নিদ্রায় সুসজ্জিত;
তা মেহনতির রক্ত-ঘামের বিনিময়।

প্রতিদিন যে সুস্বাদু খাদ্য গ্রহণ করছ
তিলে তিলে যে শরীর হয়েছে সুঠাম,
যে দেহের জন্য নিয়ত হও প্রশংসিত;
সেও কৃষকের সুদীর্ঘ শ্রমের বিনিময়।

যে রাস্তায় নিত্য আসা-যাওয়া করছ
প্রদর্শন করছ বিলাসী যে সব বাহন,
যে পথের নিরাপত্তা নিয়ে নও শঙ্কিত;
সেও শ্রমিকের নোনাঘামের বিনিময়।

প্রতিটি দৈনন্দিন কর্মে ও সফলতায়
মিশে থাকে মেহনতি মানুষের সময়।
সময় মানে হাড়ভাঙ্গা শ্রম ও জীবন;
যার বিনিময়ে সমাজও সুউন্নত হয়।

ঐ প্রতিটি কৃষক, শ্রমিক, দিনমজুর
যারা সংজ্ঞায়িত হয় মেহনতি মানুষ।
যে জন্য আন্তর্জাতিক শ্রমিক-দিবস
পালিত হয়, তাতেও শ্রমের বিনিময়।

কত বক্তৃতা, কত আশ্বাস দিনমান-
শুধুই কথা আর ভবিষ্যতের শপথ।
বদলায় না তাদের জীবন উপাখ্যান;
জীবন চলে দিন বদলের অপেক্ষায়।

এভাবেই দিবস আসে, দিবস যায়;
ক্রমেই দীর্ঘ হয় প্রতিশ্রুতির লাইন।
কবে আসবে সেই প্রতীক্ষিত দিন?
আদৌ কী আসবে কাক্সিক্ষত সময়?
কেউ জানে না! কিম্বা কেউ ভাবে না!!

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাজধানীর বাজারে দাম বেড়েছে মুরগির

কবিতা--------------

শ্রমের বিনিময়

আপডেট সময় : ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

শাহনেওয়াজ কবির ইমন

তোমরা যে সিঁড়ি বেয়ে উপরে উঠছ
এমনকি যে গৃহে তোমরা সুরক্ষিত,
যে বিছানা সুখের নিদ্রায় সুসজ্জিত;
তা মেহনতির রক্ত-ঘামের বিনিময়।

প্রতিদিন যে সুস্বাদু খাদ্য গ্রহণ করছ
তিলে তিলে যে শরীর হয়েছে সুঠাম,
যে দেহের জন্য নিয়ত হও প্রশংসিত;
সেও কৃষকের সুদীর্ঘ শ্রমের বিনিময়।

যে রাস্তায় নিত্য আসা-যাওয়া করছ
প্রদর্শন করছ বিলাসী যে সব বাহন,
যে পথের নিরাপত্তা নিয়ে নও শঙ্কিত;
সেও শ্রমিকের নোনাঘামের বিনিময়।

প্রতিটি দৈনন্দিন কর্মে ও সফলতায়
মিশে থাকে মেহনতি মানুষের সময়।
সময় মানে হাড়ভাঙ্গা শ্রম ও জীবন;
যার বিনিময়ে সমাজও সুউন্নত হয়।

ঐ প্রতিটি কৃষক, শ্রমিক, দিনমজুর
যারা সংজ্ঞায়িত হয় মেহনতি মানুষ।
যে জন্য আন্তর্জাতিক শ্রমিক-দিবস
পালিত হয়, তাতেও শ্রমের বিনিময়।

কত বক্তৃতা, কত আশ্বাস দিনমান-
শুধুই কথা আর ভবিষ্যতের শপথ।
বদলায় না তাদের জীবন উপাখ্যান;
জীবন চলে দিন বদলের অপেক্ষায়।

এভাবেই দিবস আসে, দিবস যায়;
ক্রমেই দীর্ঘ হয় প্রতিশ্রুতির লাইন।
কবে আসবে সেই প্রতীক্ষিত দিন?
আদৌ কী আসবে কাক্সিক্ষত সময়?
কেউ জানে না! কিম্বা কেউ ভাবে না!!