ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিজেলায় বিদ্যুতের খুঁটিতে তার সংযোগের সময় সেফটি বেল্ট ছিঁড়ে নিচে পড়ে জামাল মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় বিদ্যুতের খুঁটিতে নতুন তার লাগাতে যান জামাল মোল্লা। এসময় তার সেফটি বেল্ট ছিঁড়ে যায়। এতে গুরুতর আহত জামালকে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, জামালের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।