ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

শ্যামনগরে নতুন বই বিক্রির অভিযোগ

  • আপডেট সময় : ০৯:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে পুরোনো বই বিক্রয়ের সঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিক্রির অভিযোগ উঠেছে। জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর)উপজেলার নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী গুদাম থেকে ট্রাকে পুরাতন ও নতুন বই তোলা হচ্ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবের উপস্থিতিতে টেন্ডারের মাধ্যমে পুরাতন বই বিক্রি করা হলেও, বাস্তবে সেই প্রক্রিয়ার আড়ালে দুর্নীতির অভিযোগ রয়েছে। উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের অভিযোগ, পুরোনো বইগুলো ওজন ছাড়াই ট্রাকে তোলা হয় এবং একই সঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বান্ডিলে স্পষ্টভাবে ২০২৫ সালের ছাপ দেখা গেছে। সেখানে ৩০ থেকে ৪০ বান্ডেল বই দেখা গিয়েছিল। এ ছাড়াও ভোরে যে বই লোড করা হয়েছিল সেখানেও ২০২৫ সালের ছাপ ছিল। জানা গেছে, সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করলে শ্রমিকরা তড়িঘড়ি করে বই লোড বন্ধ করে দেয়। এ ছাড়া আগে ঠিকাদারের লোকজন আরো একটি ট্রাক বই লোড করে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। স্থানীয় রফিকুল ইসলাম, ফরিদ হোসেন ও আব্দুল আহাদ বলেন, এটা সরাসরি সরকারি সম্পদ লুট। টেন্ডার প্রক্রিয়ার বাইরে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিক্রি করা মানে সরকারের রাজস্ব হরণ। তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ (তেজারাত) জানান, পুরাতন বই বিক্রির জন্য টেন্ডারের মাধ্যমে অনুমোদিত ঠিকাদার নিয়োগ করা হয়েছে। নতুন বই বিক্রির কোনো ঘটনা ঘটেনি।
রিয়াজ/সানা/ওআ/আপ্র/০৫/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শ্যামনগরে নতুন বই বিক্রির অভিযোগ

আপডেট সময় : ০৯:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে পুরোনো বই বিক্রয়ের সঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিক্রির অভিযোগ উঠেছে। জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর)উপজেলার নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী গুদাম থেকে ট্রাকে পুরাতন ও নতুন বই তোলা হচ্ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবের উপস্থিতিতে টেন্ডারের মাধ্যমে পুরাতন বই বিক্রি করা হলেও, বাস্তবে সেই প্রক্রিয়ার আড়ালে দুর্নীতির অভিযোগ রয়েছে। উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের অভিযোগ, পুরোনো বইগুলো ওজন ছাড়াই ট্রাকে তোলা হয় এবং একই সঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বান্ডিলে স্পষ্টভাবে ২০২৫ সালের ছাপ দেখা গেছে। সেখানে ৩০ থেকে ৪০ বান্ডেল বই দেখা গিয়েছিল। এ ছাড়াও ভোরে যে বই লোড করা হয়েছিল সেখানেও ২০২৫ সালের ছাপ ছিল। জানা গেছে, সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করলে শ্রমিকরা তড়িঘড়ি করে বই লোড বন্ধ করে দেয়। এ ছাড়া আগে ঠিকাদারের লোকজন আরো একটি ট্রাক বই লোড করে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। স্থানীয় রফিকুল ইসলাম, ফরিদ হোসেন ও আব্দুল আহাদ বলেন, এটা সরাসরি সরকারি সম্পদ লুট। টেন্ডার প্রক্রিয়ার বাইরে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিক্রি করা মানে সরকারের রাজস্ব হরণ। তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ (তেজারাত) জানান, পুরাতন বই বিক্রির জন্য টেন্ডারের মাধ্যমে অনুমোদিত ঠিকাদার নিয়োগ করা হয়েছে। নতুন বই বিক্রির কোনো ঘটনা ঘটেনি।
রিয়াজ/সানা/ওআ/আপ্র/০৫/১১/২০২৫