নিজস্ব প্রতিবেদক : ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার বিকাল চারটার দিকে তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবিএম জাহিদ হোসেন।
করোনায় আক্রান্ত খালেদা জিয়ার শারীরিকভাবে স্থিতিশীল আছেন এমনটা চিকিৎসকরা গত কয়েক দিন ধরে বলে আসছিলেন। ইতিমধ্যে তার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এরমধ্যেই শারীরিক জটিলতা দেখা দেয়ায় সিসিইউতে নেয়া হলো সাবেক এই প্রধানমন্ত্রীকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। ফলে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে।
‘বেডে বসে অক্সিজেন নিচ্ছেন খালেদা জিয়া’ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে স্থানান্তর করার পর গতকাল সোমবার বিকাল সাড়ে চারটা নাগাদ তাকে সিসিইউতে নেওয়া হয়। এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ খবর হচ্ছে ‘সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খুব বেশি অবনতি হয়নি। আগের মতো ন্যাচারাল আছেন তিনি। বেডে বসেই অক্সিজেন নিচ্ছেন।’
সোমবার সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে এ তথ্য জানান, বিএনপি প্রধানের কার্যালয়ের একজন দায়িত্বশীল। তিনি জানান, ম্যাডামের চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সার্বক্ষণিক তার তত্ত্বাবধান করছেন। খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ম্যাডামের অবস্থা ন্যাচারাল আছে। হাইপ্রোফাইল রাজনীতিক হওয়ায় স্বাভাবিক কারণে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। তবে তিনি এখন ভালো আছেন, অক্সিজেন নিচ্ছেন। চিকিৎসকরা তার দেখভাল করছেন।’
প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন বিএনপি প্রধানের চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এর আগে, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন বিকালে আনুষ্ঠানিকভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। গত ১৫ এপ্রিল বিএনপি চেয়ারপারসন এভার কেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করান। ২৭ এপ্রিল রাত ৯টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়া
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ