প্রত্যাশা ডেস্ক : বাংলা বর্ষবরণের ‘মঙ্গল শোভাযাত্রা’কে ইউনেস্কো অপরিমেয় বিশ্ব সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ বছর শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে আয়োজনটি সম্পন্ন হয়েছে। এই নাম পরিবর্তন করায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। গত ১১ এপ্রিল বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত জানায় শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নাম পরিবর্তনের ফলে ইউনেস্কোর স্বীকৃতির কী হবে, ইউনেস্কোর কাছে জানতে চেয়েছিল সংবাদমাধ্যম বিবিসি বাংলা। ইউনেস্কো জানিয়েছে, অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের ‘জীবন্ত প্রকৃতি এবং গতিশীলতাকে’ বিবেচনায় নিয়ে এ ধরনের (নাম) পরিবর্তনের স্পষ্ট প্রক্রিয়া রাখা হয়েছে। এর জন্য ইউনেস্কোর ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ কমিটি’ বা অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য কমিটির অনুমোদন প্রয়োজন হবে বলে জানিয়েছে সংস্থাটি। ওই কমিটি ২৪টি দেশের সমন্বয়ে গঠিত। এখনো পর্যন্ত, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি বলেও জানিয়েছেন ইউনেস্কোর মুখপাত্র।