ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

শোবিজে অভিনেতা রুমিকে হারানোর হাহাকার

  • আপডেট সময় : ১২:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: নাট্যাঙ্গনে বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষায় অভিনয় করে অনেকেই তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেছেন। এদের মধ্যে সদ্যপ্রয়াত অভিনেতা রুমি অন্যতম। তার পুরো নাম অলিউল হক রুমি। তাকে আঞ্চলিক ভাষার সেরা অভিনেতাদের একজন বলা হলেও বোধহয় বেশি হবে না। রুমি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় অভিনয় করে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এ ছাড়াও যে কোনো চরিত্রকে তিনি নিপুণভাবে ফুটিয়ে তুলতে পারতেন অসামান্য অভিনয় দক্ষতায়। (২২ এপ্রিল) ভোরে রুমির চিরপ্রস্থানের খবর যেন তার সহকর্মী ও ভক্ত-অনুরাগীদের জন্য বড় রকমের আঘাত। এমন সংবাদে সবার মনে বিষাদের ছায়া নেমে এসেছে। তার চলে যাওয়ায় দীর্ঘদিনের সহকর্মীদের স্মৃতিতে ভেসে উঠেছে বিভিন্ন আনন্দ-বেদনার কথা।
শোবিজ অঙ্গনের তারকারা রুমির চিরবিদায়ের খবর পেয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শোকবার্তা লিখছেন। রুমির সঙ্গে নানান সময়ের ছবি পোস্ট করছেন। তাদের শোক প্রকাশ স্মৃতিচারণায় সোশ্যাল মিডিয়া যেন শোকবই হয়ে উঠেছে। অভিনেত্রী তারিন জাহান অভিনেতা রুমির মৃত্যু শোকাচ্ছন্ন। তিনি লিখেছেন, ‘ভালো মানুষ ছিলে বলেই কী চলে যাওয়ার এত তাড়া ছিল রুমি ভাই! একজন ভালো মানুষ, একজন ভালো শিল্পী চলে গেলেন!’ অভিনেতা চঞ্চল রুমির চৌধুরী মৃত্যুতে তার ফেসবুকে লিখেছেন, ‘ভেবেছিলাম একটু সুস্থ হয়ে ওঠেন। আপনাকে দেখতে যাব। আর দেখা হলো না। এ কেমন বিদায় রুমী ভাই! নিয়তির কাছে সকলেই হার মানে,মানতে হয়। তবে আপনি একটু তাড়াতাড়িই চলে গেলেন। অন্যলোকে শান্তিতে থাকুন রুমী ভাই। শ্রদ্ধা এবং ভালোবাসা।’ নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল শোক জানিয়ে লেখেন, ‘রুমি ভাই তোমাকে আমি একদিনের জন্য এই ফেসবুকে রাখতে চাই না তোমাকে মোনাজাতে রাখব। তুমি আছো তুমি থাকবা। ভালোবাসার রুমি ভাই আল্লাহ তোমাকে ভালো রাখবেন। ইনশাআল্লাহ।’ প্রিয় সহকর্মী রুমিকে হারিয়ে অভিনেতা টুটুল চৌধুরী তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘রুমি ভাই নেই। একদিন আমরাও!’
অভিনেতা রুমিকে হারানোর শোকে কাতর অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। তার ফেসবুকের পাতায় লিখেছেন, “আহা রুমী ভাই! খুব করে অপেক্ষা করছিলাম যে ভালো কোন খবর শুনব। মাত্র দেড়-দুমাস! আর শোনা হলো না। সবাইকেই যেতে হবে। কিন্তু তুমি এতো তাড়াতাড়ি কেনো চলে গেলে! অবিশ্বাস্য ঠেকছে! আমার দাদীর সেই কথাটাই মনে হচ্ছে কেবল- ‘কতকাল জানি বাঁচমু আর কুনসুম জানি মইরা যামু’, জীবন এমনই। বিদায় রুমী ভাই। চির শান্তিতে থাকো ওপারে।” অভিনেত্রী অহনা রহমান তার শোকবার্তায় লিখেছেন, ‘রুমি মামা শেষ পর্যন্ত চলেই গেলা? ভালো থেকো ওপারে। অনেক ভালোবাসি তোমাকে আমি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ অভিনেতা জামিল রুমির স্মরণে লিখেছেন, ‘রুমি, ভাই! ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ অভিনেত্রী শামীমা তুষ্টি তার ফেসবুকে লিখেছেন, ‘রুমি ভাই! এই চলে যাবার প্রশ্নের কোনো উত্তর নাই। ভালো থেকো ভাই। ওপারে!’ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কিছুতেই যেন মেনে নিতে পারছেন না রুমির চলে যাওয়া। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রতিদিন চেনা মানুষের চলে যাওয়া। নিজেকে ভেঙ্গেচুড়ে দেয়! রুমী ভাই!‘ এ প্রজন্মের অভিনেতা রাশেদ সীমান্তর স্ট্যাটাসের প্রতিটি শব্দে যেন শোক ঝরে পড়ছে। তিনি লিখেছেন, ‘যে সব সময় আমাকে শুটিং সেটে পাহারা দিয়ে রাখত। আজ আমি তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছি আসল ঠিকানায়। আল্লাহ আমার ভাইকে আপনি জান্নাত দান করুন। আমিন।’
চিত্রনায়িকা কেয়া অভিনতো রুমির মৃত্যুতে লিখেছেন, ‘প্রিয় নাট্যাভিনেতা রুমি ভাই আর নেই! আজ ভোর ৩টা ৫৮ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সবাই তার বিদেহী আত্মার জন্য মাগফেরাত কামনা ও তার পরিবারের জন্য দোয়া করবেন। খুব ভালো মনের মানুষ ছিলেন অলিউল হক রুমি ভাই।’ অভিনেতা অলিউল হক রুমি দীর্ঘদিন ধরে তিনি কোলন ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এরই মধ্যে ঢাকার শহীদবাগে অভিনেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি বরগুনায়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শোবিজে অভিনেতা রুমিকে হারানোর হাহাকার

আপডেট সময় : ১২:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক: নাট্যাঙ্গনে বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষায় অভিনয় করে অনেকেই তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেছেন। এদের মধ্যে সদ্যপ্রয়াত অভিনেতা রুমি অন্যতম। তার পুরো নাম অলিউল হক রুমি। তাকে আঞ্চলিক ভাষার সেরা অভিনেতাদের একজন বলা হলেও বোধহয় বেশি হবে না। রুমি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় অভিনয় করে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এ ছাড়াও যে কোনো চরিত্রকে তিনি নিপুণভাবে ফুটিয়ে তুলতে পারতেন অসামান্য অভিনয় দক্ষতায়। (২২ এপ্রিল) ভোরে রুমির চিরপ্রস্থানের খবর যেন তার সহকর্মী ও ভক্ত-অনুরাগীদের জন্য বড় রকমের আঘাত। এমন সংবাদে সবার মনে বিষাদের ছায়া নেমে এসেছে। তার চলে যাওয়ায় দীর্ঘদিনের সহকর্মীদের স্মৃতিতে ভেসে উঠেছে বিভিন্ন আনন্দ-বেদনার কথা।
শোবিজ অঙ্গনের তারকারা রুমির চিরবিদায়ের খবর পেয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শোকবার্তা লিখছেন। রুমির সঙ্গে নানান সময়ের ছবি পোস্ট করছেন। তাদের শোক প্রকাশ স্মৃতিচারণায় সোশ্যাল মিডিয়া যেন শোকবই হয়ে উঠেছে। অভিনেত্রী তারিন জাহান অভিনেতা রুমির মৃত্যু শোকাচ্ছন্ন। তিনি লিখেছেন, ‘ভালো মানুষ ছিলে বলেই কী চলে যাওয়ার এত তাড়া ছিল রুমি ভাই! একজন ভালো মানুষ, একজন ভালো শিল্পী চলে গেলেন!’ অভিনেতা চঞ্চল রুমির চৌধুরী মৃত্যুতে তার ফেসবুকে লিখেছেন, ‘ভেবেছিলাম একটু সুস্থ হয়ে ওঠেন। আপনাকে দেখতে যাব। আর দেখা হলো না। এ কেমন বিদায় রুমী ভাই! নিয়তির কাছে সকলেই হার মানে,মানতে হয়। তবে আপনি একটু তাড়াতাড়িই চলে গেলেন। অন্যলোকে শান্তিতে থাকুন রুমী ভাই। শ্রদ্ধা এবং ভালোবাসা।’ নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল শোক জানিয়ে লেখেন, ‘রুমি ভাই তোমাকে আমি একদিনের জন্য এই ফেসবুকে রাখতে চাই না তোমাকে মোনাজাতে রাখব। তুমি আছো তুমি থাকবা। ভালোবাসার রুমি ভাই আল্লাহ তোমাকে ভালো রাখবেন। ইনশাআল্লাহ।’ প্রিয় সহকর্মী রুমিকে হারিয়ে অভিনেতা টুটুল চৌধুরী তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘রুমি ভাই নেই। একদিন আমরাও!’
অভিনেতা রুমিকে হারানোর শোকে কাতর অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। তার ফেসবুকের পাতায় লিখেছেন, “আহা রুমী ভাই! খুব করে অপেক্ষা করছিলাম যে ভালো কোন খবর শুনব। মাত্র দেড়-দুমাস! আর শোনা হলো না। সবাইকেই যেতে হবে। কিন্তু তুমি এতো তাড়াতাড়ি কেনো চলে গেলে! অবিশ্বাস্য ঠেকছে! আমার দাদীর সেই কথাটাই মনে হচ্ছে কেবল- ‘কতকাল জানি বাঁচমু আর কুনসুম জানি মইরা যামু’, জীবন এমনই। বিদায় রুমী ভাই। চির শান্তিতে থাকো ওপারে।” অভিনেত্রী অহনা রহমান তার শোকবার্তায় লিখেছেন, ‘রুমি মামা শেষ পর্যন্ত চলেই গেলা? ভালো থেকো ওপারে। অনেক ভালোবাসি তোমাকে আমি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ অভিনেতা জামিল রুমির স্মরণে লিখেছেন, ‘রুমি, ভাই! ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ অভিনেত্রী শামীমা তুষ্টি তার ফেসবুকে লিখেছেন, ‘রুমি ভাই! এই চলে যাবার প্রশ্নের কোনো উত্তর নাই। ভালো থেকো ভাই। ওপারে!’ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কিছুতেই যেন মেনে নিতে পারছেন না রুমির চলে যাওয়া। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রতিদিন চেনা মানুষের চলে যাওয়া। নিজেকে ভেঙ্গেচুড়ে দেয়! রুমী ভাই!‘ এ প্রজন্মের অভিনেতা রাশেদ সীমান্তর স্ট্যাটাসের প্রতিটি শব্দে যেন শোক ঝরে পড়ছে। তিনি লিখেছেন, ‘যে সব সময় আমাকে শুটিং সেটে পাহারা দিয়ে রাখত। আজ আমি তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছি আসল ঠিকানায়। আল্লাহ আমার ভাইকে আপনি জান্নাত দান করুন। আমিন।’
চিত্রনায়িকা কেয়া অভিনতো রুমির মৃত্যুতে লিখেছেন, ‘প্রিয় নাট্যাভিনেতা রুমি ভাই আর নেই! আজ ভোর ৩টা ৫৮ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সবাই তার বিদেহী আত্মার জন্য মাগফেরাত কামনা ও তার পরিবারের জন্য দোয়া করবেন। খুব ভালো মনের মানুষ ছিলেন অলিউল হক রুমি ভাই।’ অভিনেতা অলিউল হক রুমি দীর্ঘদিন ধরে তিনি কোলন ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এরই মধ্যে ঢাকার শহীদবাগে অভিনেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি বরগুনায়।