ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

শেয়ার বিক্রি করে গোটা বিশ্বের খাদ্যসংকট মেটাবেন ইলন মাস্ক, জাতিসংঘকে চ্যালেঞ্জ

  • আপডেট সময় : ০১:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ইলন মাস্কের মতো অতিধনীদের সম্পদের সামান্য অংশ দান করলেই মিটবে বিশ্বের খাদ্যসংকট। এমন দাবি করে তাঁদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিজলি। এবার বিজলির সে দাবির সত্যতা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন টেসলা প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। চ্যালেঞ্জে উতরে গেলে তাৎক্ষণিক শেয়ার বিক্রি করে ওই পরিমাণ অর্থ জোগাড় করবেন বলে ঘোষণা দিলেন টুইটারে।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে গত সপ্তাহে ডেভিড বিজলি বলেছিলেন, ‘বিশ্বজুড়ে ৪ কোটি ২০ লাখ মানুষ চরম খাদ্যসংকটে ভুগছে। তাদের সাহায্যে ৬০০ কোটি ডলার প্রয়োজন। আমরা যদি সাহায্য নিয়ে তাদের কাছে পৌঁছাতে না পারি, তাহলে যেকোনো সময় তারা মারা যেতে পারে।’ আর সে জন্য ইলন মায়ের মতো বিলিয়নিয়ারদের একবারের দানই যথেষ্ট হতে পারে বলে টুইট করেন বিজলি।
বিলিয়নিয়ারদের কথা বললেও বিশেষ করে ইলন মাস্ক এবং আমাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোসের উল্লেখ করেন বিজলি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকের শীর্ষে আছেন তাঁরা দুজন। এরপর গত রোববার ইলন মাস্ক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে টুইটারে লেখেন, ৬০০ কোটি ডলারে কীভাবে বিশ্বের খাদ্যসংকট মিটবে, বিশ্ব খাদ্য কর্মসূচিকে তার ঠিকঠাক ব্যাখ্যা দিতে হবে। যদি ব্যাখ্যা দিতে পারে, তবে তিনি তাৎক্ষণিক টেসলার ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে ওই অর্থের ব্যবস্থা করবেন।
টুইটারে ইলন মাস্ক লেখেন, ‘এই টুইটার থ্রেডে ডব্লিউএফপি যদি ব্যাখ্যা করতে পারে ৬০০ কোটি ডলার ঠিক কীভাবে বিশ্বের খাদ্যসংকট মেটাবে, তবে আমি এখনই টেসলার শেয়ার বিক্রি করে ওই অর্থ দিয়ে দেব।’
পরের আরেক টুইটে মাস্ক বলেছেন, হিসাবে স্বচ্ছতা বজায় রাখতে হবে, যেন সবাই তা দেখতে পায়।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে ইলন মাস্কের বর্তমান নিট সম্পদ দেখাচ্ছে ৩১ হাজার ১০০ কোটি ডলার। বর্তমান দরে সে সম্পদের ২ শতাংশ বিক্রি করলে ৬০০ কোটি ডলারের ঢের বেশি অর্থ হাতে চলে আসবে তাঁর।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শেয়ার বিক্রি করে গোটা বিশ্বের খাদ্যসংকট মেটাবেন ইলন মাস্ক, জাতিসংঘকে চ্যালেঞ্জ

আপডেট সময় : ০১:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : ইলন মাস্কের মতো অতিধনীদের সম্পদের সামান্য অংশ দান করলেই মিটবে বিশ্বের খাদ্যসংকট। এমন দাবি করে তাঁদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিজলি। এবার বিজলির সে দাবির সত্যতা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন টেসলা প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। চ্যালেঞ্জে উতরে গেলে তাৎক্ষণিক শেয়ার বিক্রি করে ওই পরিমাণ অর্থ জোগাড় করবেন বলে ঘোষণা দিলেন টুইটারে।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে গত সপ্তাহে ডেভিড বিজলি বলেছিলেন, ‘বিশ্বজুড়ে ৪ কোটি ২০ লাখ মানুষ চরম খাদ্যসংকটে ভুগছে। তাদের সাহায্যে ৬০০ কোটি ডলার প্রয়োজন। আমরা যদি সাহায্য নিয়ে তাদের কাছে পৌঁছাতে না পারি, তাহলে যেকোনো সময় তারা মারা যেতে পারে।’ আর সে জন্য ইলন মায়ের মতো বিলিয়নিয়ারদের একবারের দানই যথেষ্ট হতে পারে বলে টুইট করেন বিজলি।
বিলিয়নিয়ারদের কথা বললেও বিশেষ করে ইলন মাস্ক এবং আমাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোসের উল্লেখ করেন বিজলি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকের শীর্ষে আছেন তাঁরা দুজন। এরপর গত রোববার ইলন মাস্ক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে টুইটারে লেখেন, ৬০০ কোটি ডলারে কীভাবে বিশ্বের খাদ্যসংকট মিটবে, বিশ্ব খাদ্য কর্মসূচিকে তার ঠিকঠাক ব্যাখ্যা দিতে হবে। যদি ব্যাখ্যা দিতে পারে, তবে তিনি তাৎক্ষণিক টেসলার ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে ওই অর্থের ব্যবস্থা করবেন।
টুইটারে ইলন মাস্ক লেখেন, ‘এই টুইটার থ্রেডে ডব্লিউএফপি যদি ব্যাখ্যা করতে পারে ৬০০ কোটি ডলার ঠিক কীভাবে বিশ্বের খাদ্যসংকট মেটাবে, তবে আমি এখনই টেসলার শেয়ার বিক্রি করে ওই অর্থ দিয়ে দেব।’
পরের আরেক টুইটে মাস্ক বলেছেন, হিসাবে স্বচ্ছতা বজায় রাখতে হবে, যেন সবাই তা দেখতে পায়।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে ইলন মাস্কের বর্তমান নিট সম্পদ দেখাচ্ছে ৩১ হাজার ১০০ কোটি ডলার। বর্তমান দরে সে সম্পদের ২ শতাংশ বিক্রি করলে ৬০০ কোটি ডলারের ঢের বেশি অর্থ হাতে চলে আসবে তাঁর।