নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। টানা চার কার্যদিবস পর উভয় শেয়ারবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একই সঙ্গে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। বৃহস্পতিবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯০৬.৭১ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে গত ২৫ অক্টোবর ডিএসইএক্স সূচক ১২০ পয়েন্ট কমে যায়। ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬০১.২৮ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। ডিএসইএস সূচক ১.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬২.১৮ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। এদিন ডিএসইতে ৩৭৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির। দিন শেষে ডিএসইতে এদিন ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮৬ কোটি টাকা কম। অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ১০.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ১৩৭.৫৪ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে ২৫ অক্টোবর সিএসসিএক্স সূচক ২৩৭ পয়েন্ট কমে। সার্বিক সিএএসপিআই সূচক ১৮.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ২০৬.০৭ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। সিএসআই সূচক ১.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৩.৫৪ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়ে। সিএসইতে ২৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত আছে ২৬টির। দিন শেষে সিএসইতে ৩৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ লাখ টাকা বেশি।