ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

শেষ হলো ঢাবি শিক্ষকদের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট সময় : ০৪:০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সোমবার (৩ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘ট্রেইনিং প্রোগ্রাম: ফাউন্ডেশন সার্টিফিকেট ইন ইউনিভার্সিটি ট্রেইনিং অ্যান্ড লার্নিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন বিভাগের ৪৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের উপর গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষা ও গবেষণার গুণগতমান উন্নয়ন করা আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

শেষ হলো ঢাবি শিক্ষকদের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০৪:০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সোমবার (৩ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘ট্রেইনিং প্রোগ্রাম: ফাউন্ডেশন সার্টিফিকেট ইন ইউনিভার্সিটি ট্রেইনিং অ্যান্ড লার্নিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন বিভাগের ৪৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের উপর গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষা ও গবেষণার গুণগতমান উন্নয়ন করা আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”