ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

শেষ সময়ের গোলে ড্রয়ে লিগ শুরু মেসিদের

  • আপডেট সময় : ০৫:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ৯০ মিনিট শেষে যোগ করা হলো ১১ মিনিট। এর দশম মিনিটে লিওনেল মেসি দেখালেন ম্যাচে তার শেষ ঝলক। মাঝমাঠের একটু ওপরে তেলাস্কো সেগোভিয়ার কাছ থেকে বল পেয়ে তিনি ছুটলেন। বল নিয়ে চোখের পলকে ছুটে পৌঁছে গেলেন প্রতিপক্ষের বক্সের কাছে। তাকে ঘিরে আছেন তখন প্রতিপক্ষের চারজন। এর মাঝ দিয়েই দারুণভাবে বল বাড়িয়ে দিলেন তিনি বক্সের ভেতরে। সেই সেগোভিয়া ছুটে গিয়ে অপেক্ষা করছিলেন বলের। আলতো করে নান্দনিকভাবে চিপ করে গোলকিপারের ওপর দিয়ে তিনি বল পাঠিয়ে দিলেন জালে।

শেষ সময়ের ওই গোলে নাটকীয়ভাবে ড্র করে মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু করল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রোববার সকালে ইন্টার মায়ামি ও নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবের ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। মেজর লিগ সকারের নতুন মৌসুমে দুই দলেরই প্রথম ম্যাচ এটি। গোল না পেলেও মায়ামির দুটি গোলই আসে মেসির সহায়তায়। একটি ম্যাচের শুরুর দিকে, পরেরটি তো একদম শেষ সময়ে। প্রথম গোলটি করা তমাস আভিলেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ২৩ মিনিটে। ম্যাচ শেষ হয় ১০৫তম মিনিটে। ৮২ মিনিট ১০ জন নিয়েই খেলে মায়ামি। নিজেদের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় মায়ামি। জর্দি আলবার দারুণ পাস থেকে বক্সের ভেতর বল পান মেসি। পাশে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে তিনি বল বাড়ান আভিলেসের দিকে। আর্জেন্টাইন ডিফেন্ডার স্লাইড করে আলতো করে বল পাঠিয়ে দেন জালে।

১৮ মিনিট পর আলোন্সো মার্তিনেসকে পেছন থেকে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন সেই আভিলেসই। দুই মিনিট পর সমতায় ফেরে নিউ ইয়র্ক। ৫৫তম মিনিটে জর্দি আলবার মারাত্মক ভুল থেকে বল পেয়ে নিউ ইয়র্ককে এগিয়ে দেন মার্তিনেস। মায়ামি ১০ জন নিয়েও দারুণ চাপ তৈরি করে বেশ কিছু সুযোগ আদায় করে নেয়। কিন্তু গোল হচ্ছিল না। ৭২তম মিনিটে মেসির দারুণ ফ্রি কিক বাঁচিয়ে দেন গোলকিপার। ৮৪তম মিনিটে মেসি-আলবার দারুণ সংযোগ থেকে বক্সের ভেতর একদম ফাঁকায় বল পেয়েও বাইরে মেরে বসেন ফেদেরিকো রেদোন্দো। শেষ পর্যন্ত শেষ সময়ে সেগোভিয়ার সেই গোল। মেজর লিগ সকারে কোচ হিসেবে প্রথম ম্যাচে নাটকীয়ভাবে পয়েন্ট পেয়ে খ্যাপাটে উদযাপনে মেতে ওঠেন কোচ হাভিয়ের মাসচেরানো।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শেষ সময়ের গোলে ড্রয়ে লিগ শুরু মেসিদের

আপডেট সময় : ০৫:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: ৯০ মিনিট শেষে যোগ করা হলো ১১ মিনিট। এর দশম মিনিটে লিওনেল মেসি দেখালেন ম্যাচে তার শেষ ঝলক। মাঝমাঠের একটু ওপরে তেলাস্কো সেগোভিয়ার কাছ থেকে বল পেয়ে তিনি ছুটলেন। বল নিয়ে চোখের পলকে ছুটে পৌঁছে গেলেন প্রতিপক্ষের বক্সের কাছে। তাকে ঘিরে আছেন তখন প্রতিপক্ষের চারজন। এর মাঝ দিয়েই দারুণভাবে বল বাড়িয়ে দিলেন তিনি বক্সের ভেতরে। সেই সেগোভিয়া ছুটে গিয়ে অপেক্ষা করছিলেন বলের। আলতো করে নান্দনিকভাবে চিপ করে গোলকিপারের ওপর দিয়ে তিনি বল পাঠিয়ে দিলেন জালে।

শেষ সময়ের ওই গোলে নাটকীয়ভাবে ড্র করে মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু করল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রোববার সকালে ইন্টার মায়ামি ও নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবের ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। মেজর লিগ সকারের নতুন মৌসুমে দুই দলেরই প্রথম ম্যাচ এটি। গোল না পেলেও মায়ামির দুটি গোলই আসে মেসির সহায়তায়। একটি ম্যাচের শুরুর দিকে, পরেরটি তো একদম শেষ সময়ে। প্রথম গোলটি করা তমাস আভিলেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ২৩ মিনিটে। ম্যাচ শেষ হয় ১০৫তম মিনিটে। ৮২ মিনিট ১০ জন নিয়েই খেলে মায়ামি। নিজেদের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় মায়ামি। জর্দি আলবার দারুণ পাস থেকে বক্সের ভেতর বল পান মেসি। পাশে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে তিনি বল বাড়ান আভিলেসের দিকে। আর্জেন্টাইন ডিফেন্ডার স্লাইড করে আলতো করে বল পাঠিয়ে দেন জালে।

১৮ মিনিট পর আলোন্সো মার্তিনেসকে পেছন থেকে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন সেই আভিলেসই। দুই মিনিট পর সমতায় ফেরে নিউ ইয়র্ক। ৫৫তম মিনিটে জর্দি আলবার মারাত্মক ভুল থেকে বল পেয়ে নিউ ইয়র্ককে এগিয়ে দেন মার্তিনেস। মায়ামি ১০ জন নিয়েও দারুণ চাপ তৈরি করে বেশ কিছু সুযোগ আদায় করে নেয়। কিন্তু গোল হচ্ছিল না। ৭২তম মিনিটে মেসির দারুণ ফ্রি কিক বাঁচিয়ে দেন গোলকিপার। ৮৪তম মিনিটে মেসি-আলবার দারুণ সংযোগ থেকে বক্সের ভেতর একদম ফাঁকায় বল পেয়েও বাইরে মেরে বসেন ফেদেরিকো রেদোন্দো। শেষ পর্যন্ত শেষ সময়ে সেগোভিয়ার সেই গোল। মেজর লিগ সকারে কোচ হিসেবে প্রথম ম্যাচে নাটকীয়ভাবে পয়েন্ট পেয়ে খ্যাপাটে উদযাপনে মেতে ওঠেন কোচ হাভিয়ের মাসচেরানো।