ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

শেষ মুহূর্তের গোলে কপাল পুড়লো পর্তুগালের

  • আপডেট সময় : ১০:১৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : শেষ মুহূর্তের নাটকীয় গোলে কপাল পুড়েছে পর্তুগালের। নেশনস লিগে তাদের ১-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে স্পেন। ম্যাচটা ড্র করলেই চলতো পর্তুগিজদের। এমন ম্যাচে গোলের সুযোগও তারা পেয়েছে বার বার। কিন্তু দলটির লিভারপুল তারকা ডিয়েগো জোতা ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর গোল মিস ম্যাচ হেরে যাওয়ার জন্যই ছিল যথেষ্ট। অথচ ম্যাচ শুরুর আগে লিগ ‘এ’ এর দ্বিতীয় গ্রুপের শীর্ষেই ছিল পর্তুগাল। জিতেছে টুর্নামেন্টের উদ্বোধনী আসরও। সেই দলটা কিন্তু ভালো খেলেছিল বেশিরভাগ সময়। প্রথমার্থে জোটার দুর্দান্ত একটি শট দারুণভাবে সেভ করেন স্প্যানিশ গোলকিপার উনাই সিমন। দ্বিতীয়ার্ধে তো রোনালদোর শট বাধা পায় সেই সিমোনের দেয়ালে। পর্তুগিজদের বার বার সুযোগ নষ্টের ভিড়ে ৮৮ মিনিটে সুযোগ কাজে লাগায় স্পেন। জয়সূচক গোল করেন আলভারো মোরাতা। যার যোগানদাতা বদলি খেলোয়াড় নিকো উইলিয়ামস। উইলিয়ামসের হেড থেকে নেওয়া শটে বল পায়ের কাছে পড়লে মুহূর্তেই জাল কাঁপিয়ে দেন মোরাতা। এখন আগামী জুনে ২০২১ সালে রানার্স আপ হওয়া স্পেনের সামনে সুযোগ আক্ষেপ ঘোচানোর। ৬ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকেই স্পেন সেমির টিকিট কেটেছে। সমান ম্যাচে পর্তুগালের সংগ্রহ ছিল ১০। স্পেনের সঙ্গে টুর্নামেন্টের সেমিতে জায়গা করে নেওয়া বাকি দল হলো- ক্রোয়েশিয়া, ইতালি ও নেদারল্যান্ডস।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেষ মুহূর্তের গোলে কপাল পুড়লো পর্তুগালের

আপডেট সময় : ১০:১৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : শেষ মুহূর্তের নাটকীয় গোলে কপাল পুড়েছে পর্তুগালের। নেশনস লিগে তাদের ১-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে স্পেন। ম্যাচটা ড্র করলেই চলতো পর্তুগিজদের। এমন ম্যাচে গোলের সুযোগও তারা পেয়েছে বার বার। কিন্তু দলটির লিভারপুল তারকা ডিয়েগো জোতা ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর গোল মিস ম্যাচ হেরে যাওয়ার জন্যই ছিল যথেষ্ট। অথচ ম্যাচ শুরুর আগে লিগ ‘এ’ এর দ্বিতীয় গ্রুপের শীর্ষেই ছিল পর্তুগাল। জিতেছে টুর্নামেন্টের উদ্বোধনী আসরও। সেই দলটা কিন্তু ভালো খেলেছিল বেশিরভাগ সময়। প্রথমার্থে জোটার দুর্দান্ত একটি শট দারুণভাবে সেভ করেন স্প্যানিশ গোলকিপার উনাই সিমন। দ্বিতীয়ার্ধে তো রোনালদোর শট বাধা পায় সেই সিমোনের দেয়ালে। পর্তুগিজদের বার বার সুযোগ নষ্টের ভিড়ে ৮৮ মিনিটে সুযোগ কাজে লাগায় স্পেন। জয়সূচক গোল করেন আলভারো মোরাতা। যার যোগানদাতা বদলি খেলোয়াড় নিকো উইলিয়ামস। উইলিয়ামসের হেড থেকে নেওয়া শটে বল পায়ের কাছে পড়লে মুহূর্তেই জাল কাঁপিয়ে দেন মোরাতা। এখন আগামী জুনে ২০২১ সালে রানার্স আপ হওয়া স্পেনের সামনে সুযোগ আক্ষেপ ঘোচানোর। ৬ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকেই স্পেন সেমির টিকিট কেটেছে। সমান ম্যাচে পর্তুগালের সংগ্রহ ছিল ১০। স্পেনের সঙ্গে টুর্নামেন্টের সেমিতে জায়গা করে নেওয়া বাকি দল হলো- ক্রোয়েশিয়া, ইতালি ও নেদারল্যান্ডস।