ক্রীড়া ডেস্ক : নিজে গড়েছেন দুর্দান্ত এক রেকর্ড। ‘ফাইভ স্টার’ লিওনেল মেসির কাছে অবশ্য ব্যক্তিগত কীর্তি ছাপিয়ে গুরুত্বপূর্ণ দলের দারুণ জয়। এস্তোনিয়ার বিপক্ষে দাপুটে জয় দিয়ে মৌসুম শেষ করতে পেরে খুব খুশি আর্জেন্টিনা অধিনায়ক। তার মতে, সম্ভাব্য সবচেয়ে ভালোভাবে শেষ করেছে তার দল। স্পেনের স্তাদিও এল সাদারে গত রোববারের রাতে প্রীতি ম্যাচে ৫-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। সবকটি গোলই করেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে কোনো ম্যাচে তিনের বেশি গোল করলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগ (ইউরোপিয়ান কাপ) ও আন্তর্জাতিক ফুটবল, দুই জায়গাতেই সিনিয়র ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে ৫ গোলের কীর্তিও গড়েছেন পিএসজি ফরোয়ার্ড। মেসির মতো দীর্ঘদিন ধরে দারুণ ছন্দে এগিয়ে চলেছে আর্জেন্টিনাও, বাড়ছে তাদের অপরাজিত থাকার রেকর্ড পথচলা। এই নিয়ে ৩৩ ম্যাচ হারেনি লিওনেল স্কালোনির দল। এই পথচলায় ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে গত বছর কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপর গত বুধবার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে জিতে নেয় ফিনালিস্সিমা নামের ট্রফি।
এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের পর ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, অর্জনে ভরপুর মৌসুমটি তাদের বিশ্বকাপ প্রস্তুতিতে সাহায্য করবে। “আমরা মৌসুমটা এর চেয়ে ভালোভাবে শেষ করতে পারতাম না। আমরা ফিনালিস্সিমা জিতেছি এবং আজ আমরা বিশ্বকাপের প্রস্তুতিতে আরেকটি দারুণ ম্যাচ খেললাম।” “যারা স্টেডিয়ামে এসেছেন এবং দূর থেকে আমাদের সমর্থন দিয়েছেন তাদের আবারও ধন্যবাদ। আমরা কয়েকদিন বিশ্রাম নিব এবং খুব শীঘ্রই ফিরে আসব।”
শেষটা এর চেয়ে ভালো হতো না : মেসি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ