ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

  • আপডেট সময় : ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

পুলিশের গাড়িতে তোলা মরদেহ- ছবি সংগৃহীত

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় জন প্রাণ হারিয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা ইউনিয়নের পিটিআই এলাকায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আরও দুই জন গুরুতর আহত অবস্থায় শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন।

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে হয়ে যায়। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শেরপুর সদর থানার ওসি জোবায়দুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বেপরোয়া গতি বা ওভারটেকিং এই দুর্ঘটনার কারণ হতে পারে। দুর্ঘটনার পর রিফাত পরিবহনের বাসটি আটক করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনায় শোকাহত এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

আপডেট সময় : ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় জন প্রাণ হারিয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা ইউনিয়নের পিটিআই এলাকায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আরও দুই জন গুরুতর আহত অবস্থায় শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন।

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে হয়ে যায়। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শেরপুর সদর থানার ওসি জোবায়দুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বেপরোয়া গতি বা ওভারটেকিং এই দুর্ঘটনার কারণ হতে পারে। দুর্ঘটনার পর রিফাত পরিবহনের বাসটি আটক করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনায় শোকাহত এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।