পটুয়াখালী সংবাদদাতা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে পটুয়াখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
গতকাল শনিবার (৩ আগস্ট) সকালে পটুয়াখালীর লেবুখালিস্থ শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই বিক্ষোভ করেন তারা। এসময় তারা কর্মসূচিতে হামলা ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদ জানিয়ে ৯ দফা দাবি জানান। বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, শিক্ষার্থী ভাই-বোনদের দিনের পর দিন হত্যা করা হচ্ছে। আমরা তার সুষ্ঠু বিচার পাচ্ছি না। আমাদের ৯ দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নিচ্ছে রাজপথ ছাড়ছি না। এসময় আন্দোলনকারীরা জানান, বরিশালের সাধারণ শিক্ষার্থীদের পক্ষক্ষ থেকে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের জেওসি’র কাছে স্মারকলিপি দেওয়া হবে।
শেখ হাসিনা সেনা নিবাসের সামনের সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ
জনপ্রিয় সংবাদ