মাদারীপুর সংবাদদাতা : ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শাজাহান খান
শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকবেন তা কখনো বলেননি বলে দাবি করেছেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শাজাহান খান। গতকাল রোববার বিকেলে মাদারীপুর পৌর শহরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনকালে তিনি এ দাবি করেন।
শাজাহান খান বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ ভোট দেবে। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই সরকার পরিচালনা করবে।
তিনি আরও বলেন, জনগণ যদি আওয়ামী লীগের পক্ষে ভোট না দেয় তাহলে তো শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকবেন না। তবে দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আওয়ামী লীগকেই ভোট দেবে।
শেখ হাসিনা কখনো বলেননি জোর করে ক্ষমতায় থাকবেন: শাজাহান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ