ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমির খসরু

  • আপডেট সময় : ০৮:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

বুধবার শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লারস অ্যাসোসিয়েশনের গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন আমির মাহমুদ খসরু চৌধুরী- ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কোনো অজুহাতেই নির্বাচনি ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

বুধবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেল শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লারস অ্যাসোসিয়েশনের গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, একটি পক্ষের নিজস্ব প্রস্তাব বাস্তবায়ন করতেই হবে— এমন মনোভাব পতিত স্বৈরাচার শেখ হাসিনার মনোভাবকে স্মরণ করিয়ে দেয়। এর আগে গোলটেবিল বৈঠকে সাবেক এই বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকিংয়ের মতো শিল্পকে শুধুই মনিটরিং করা হচ্ছে। এক্ষেত্রে সাহায্য করার কথা ভুলে গেছে সরকার। এ শিল্পকে বাধাগ্রস্ত না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আর বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে সব ট্রেড সংগঠনগুলোকে সেলফ রেগুলেট করা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর রায়েরবাজার বদ্ধভূমিতে ২৪ এর শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা মুখে না আনার হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমির খসরু

আপডেট সময় : ০৮:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কোনো অজুহাতেই নির্বাচনি ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

বুধবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেল শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লারস অ্যাসোসিয়েশনের গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, একটি পক্ষের নিজস্ব প্রস্তাব বাস্তবায়ন করতেই হবে— এমন মনোভাব পতিত স্বৈরাচার শেখ হাসিনার মনোভাবকে স্মরণ করিয়ে দেয়। এর আগে গোলটেবিল বৈঠকে সাবেক এই বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকিংয়ের মতো শিল্পকে শুধুই মনিটরিং করা হচ্ছে। এক্ষেত্রে সাহায্য করার কথা ভুলে গেছে সরকার। এ শিল্পকে বাধাগ্রস্ত না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আর বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে সব ট্রেড সংগঠনগুলোকে সেলফ রেগুলেট করা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর রায়েরবাজার বদ্ধভূমিতে ২৪ এর শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা মুখে না আনার হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।