ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে এসেছে’

  • আপডেট সময় : ০১:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে এসেছে মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ১৫ আগস্টের পরে শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার অন্ধকার থেকে আলোর পথে এসেছে বাংলাদেশ। দেশ আর ১৫ আগস্ট হবে না, ২১ আগস্ট হবে না। এ দেশ আর পাকিস্তানপন্থায় ফেরত যাবে না।’
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত ‘বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী’ স্মরণে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘১৫ আগস্টের হত্যাকা- সেনাবাহিনীর কিছু সদস্যের বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বৃহৎ গোষ্ঠীর পরিকল্পিত হত্যাকা-। এই খুনি চক্রান্তকারীদের হাত ধরে পরবর্তী সময়ে একাত্তরের যুদ্ধাপরাধীরা আঁস্তাকুড় থেকে রাজনীতিতে ফিরে আসে।’
বিএনপি সামরিক শাসকদের বর্ধিত সংস্করণ মন্তব্য করে ইনু বলেন, ‘বিএনপি একাত্তরের রাজাকার ও সামরিক শাসকদের উত্তরাধিকার বহন করে। তারা এ দেশে অপরাজনীতির বাহক। বাংলাদেশকে পিছিয়ে দিয়েছিল তারা।’
জাসদের সভাপতি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধি ও উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। কিন্তু চ্যালেঞ্জ একটাই– ধর্মের মুখোশ পড়া একটি গোষ্ঠী বাংলাদেশকে তালেবানি শাসনে নিয়ে যেতে চাই। এ সুযোগে বিএনপি-জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করছে। আর অন্য গোষ্ঠী হলো তারা– বঙ্গবন্ধু যাদের চাটার দল বলেছিলেন। এরা জনজীবনকে অস্থির করে তুলেছে।’
তিনি বলেন, ‘এই দুই বিপদ থেকে, চক্রান্ত থেকে রক্ষা পেতে শুধু ১৪ দল নয়, এর বাইরেও যারা আছে সবাইকে সক্রিয় হতে হবে। তার জন্যে বিএনপি-জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে।’
আলোচনা সভায় আরও ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘আগস্ট মাস বাঙালির জন্যে স্মরণীয় মাস। এ মাসে যেমন জাতীয় শোক দিবস, তেমনই আগস্টে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জাতীয় নেত্রী আইভী রহমানের মৃত্যুবার্ষিকী। শেখ কামাল, ফজিলাতুন নেছা মুজিবের জন্মও এই আগস্ট মাসে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন, শতবছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। সে জন্য মা-ছেলে মিলে ২১ আগস্ট ঘটিয়েছে। এই ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। সেই ষড়যন্ত্রে একটা পরিবারই দায়ী– সেটা জিয়া পরিবার। দেশে খুন-গুম-অগ্নিসংযোগের জন্যেও দায়ী এ পরিবার।’
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শহিদুল্লাহ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে মৌলবাদ ও জঙ্গিবাদ থেকে দেশ নিরাপদ আছে। মুসলিম অধ্যুষিত এ দেশকে জঙ্গিবাদের হোঁচট থেকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী।’
সভাপতির বক্তব্যে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘বিএনপি তথা সাম্প্রদায়িক দলগুলো জনগণের কাছে রূপরেখা দিতে পারছে না। তারা শেখ হাসিনা সরকারের উৎখাত চায় কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হবে না।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে এসেছে’

আপডেট সময় : ০১:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে এসেছে মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ১৫ আগস্টের পরে শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার অন্ধকার থেকে আলোর পথে এসেছে বাংলাদেশ। দেশ আর ১৫ আগস্ট হবে না, ২১ আগস্ট হবে না। এ দেশ আর পাকিস্তানপন্থায় ফেরত যাবে না।’
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত ‘বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী’ স্মরণে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘১৫ আগস্টের হত্যাকা- সেনাবাহিনীর কিছু সদস্যের বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বৃহৎ গোষ্ঠীর পরিকল্পিত হত্যাকা-। এই খুনি চক্রান্তকারীদের হাত ধরে পরবর্তী সময়ে একাত্তরের যুদ্ধাপরাধীরা আঁস্তাকুড় থেকে রাজনীতিতে ফিরে আসে।’
বিএনপি সামরিক শাসকদের বর্ধিত সংস্করণ মন্তব্য করে ইনু বলেন, ‘বিএনপি একাত্তরের রাজাকার ও সামরিক শাসকদের উত্তরাধিকার বহন করে। তারা এ দেশে অপরাজনীতির বাহক। বাংলাদেশকে পিছিয়ে দিয়েছিল তারা।’
জাসদের সভাপতি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধি ও উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। কিন্তু চ্যালেঞ্জ একটাই– ধর্মের মুখোশ পড়া একটি গোষ্ঠী বাংলাদেশকে তালেবানি শাসনে নিয়ে যেতে চাই। এ সুযোগে বিএনপি-জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করছে। আর অন্য গোষ্ঠী হলো তারা– বঙ্গবন্ধু যাদের চাটার দল বলেছিলেন। এরা জনজীবনকে অস্থির করে তুলেছে।’
তিনি বলেন, ‘এই দুই বিপদ থেকে, চক্রান্ত থেকে রক্ষা পেতে শুধু ১৪ দল নয়, এর বাইরেও যারা আছে সবাইকে সক্রিয় হতে হবে। তার জন্যে বিএনপি-জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে।’
আলোচনা সভায় আরও ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘আগস্ট মাস বাঙালির জন্যে স্মরণীয় মাস। এ মাসে যেমন জাতীয় শোক দিবস, তেমনই আগস্টে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জাতীয় নেত্রী আইভী রহমানের মৃত্যুবার্ষিকী। শেখ কামাল, ফজিলাতুন নেছা মুজিবের জন্মও এই আগস্ট মাসে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন, শতবছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। সে জন্য মা-ছেলে মিলে ২১ আগস্ট ঘটিয়েছে। এই ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। সেই ষড়যন্ত্রে একটা পরিবারই দায়ী– সেটা জিয়া পরিবার। দেশে খুন-গুম-অগ্নিসংযোগের জন্যেও দায়ী এ পরিবার।’
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শহিদুল্লাহ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে মৌলবাদ ও জঙ্গিবাদ থেকে দেশ নিরাপদ আছে। মুসলিম অধ্যুষিত এ দেশকে জঙ্গিবাদের হোঁচট থেকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী।’
সভাপতির বক্তব্যে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘বিএনপি তথা সাম্প্রদায়িক দলগুলো জনগণের কাছে রূপরেখা দিতে পারছে না। তারা শেখ হাসিনা সরকারের উৎখাত চায় কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হবে না।’