ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

শেখ হাসিনার জন্মদিন পালন, ৩ যুবলীগ নেতা গ্রেফতার

  • আপডেট সময় : ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার বুড়িচংয়ে কেক কেটে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার অভিযোগে যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার আবিদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান ও আবু মুসার ছেলে মো. শাহজাহান।

পুলিশ জনায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রোববার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে কেক কেটে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ আয়োজনের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মজিবুর রহমান। অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই ফুটেজে দেখা যায়, যুবলীগ নেতা মজিবুর রহমানসহ উপস্থিত সবাই কেক কেটে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দেন। পরে রাতেই অভিযান চালিয়ে মো. আনোয়ার, মোখলেসুর রহমান ও মো. শাহজাহানকে গ্রেফতার করা হয়।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, গ্রেফতারকৃত তিনজনই উপজেলার মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আগেও নাশকতার মামলা রয়েছে। নতুন করে আজ আরো একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

এসি/আপ্র/২৯/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, দারোগা গ্রেফতার, তিন সদস্যের তদন্ত কমিটি

শেখ হাসিনার জন্মদিন পালন, ৩ যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার বুড়িচংয়ে কেক কেটে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার অভিযোগে যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার আবিদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান ও আবু মুসার ছেলে মো. শাহজাহান।

পুলিশ জনায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রোববার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে কেক কেটে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ আয়োজনের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মজিবুর রহমান। অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই ফুটেজে দেখা যায়, যুবলীগ নেতা মজিবুর রহমানসহ উপস্থিত সবাই কেক কেটে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দেন। পরে রাতেই অভিযান চালিয়ে মো. আনোয়ার, মোখলেসুর রহমান ও মো. শাহজাহানকে গ্রেফতার করা হয়।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, গ্রেফতারকৃত তিনজনই উপজেলার মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আগেও নাশকতার মামলা রয়েছে। নতুন করে আজ আরো একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

এসি/আপ্র/২৯/০৯/২০২৫