নিজস্ব প্রতিবেদক: শেখ পরিবার ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তদের নামে থাকা ১০ প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) করপোরেশনের বুড়িগঙ্গা হলে চতুর্থ পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান।
এসব স্থাপনার নাম বদলে আগের নাম ফিরিয়ে আনা হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের নতুন প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠতি করপোরেশনের পরিচালনা কমিটির ২৫ জন সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।
সভায় রোজার আগেই বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নাম বদল হওয়া স্থাপনা হল:
১। বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি এর নাম পরিবর্তন করে আগের নাম ইনার রিং সড়ক;
২। বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি এর নাম পরিবর্তন করে আগের নাম ঝাউচর প্রধান সড়ক;
৩। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম সরণি এর নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর লোহারপুল- বুড়িগঙ্গা সড়ক;
৪। শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগান এর নাম পরিবর্তন করে আগের নাম কলাবাগান শিশু পার্ক;
৫। শহীদ শেখ রাসেল শিশু পার্ক, যাত্রাবাড়ী এর নাম পরিবর্তন করে আগের নাম যাত্রাবাড়ী শিশু পার্ক;
৬। মেয়র শেখ তাপস সেতু এর নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর ব্রিজ;
৭। হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক এর নাম পরিবর্তন করে আগের পূর্বের নাম শহীদ জিয়া শিশু পার্ক;
৮। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র এর নাম পরিবর্তন করে আগের নাম গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র;
৯। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক এর নাম পরিবর্তন করে আগের নাম সরাফতগঞ্জ পার্ক;
১০। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র এর নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র করার সুপারিশ করা হয়।
সভায় ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।