ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন নিয়ে সেমিনার

  • আপডেট সময় : ০৭:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন নিয়ে সেমিনার

ক্যাম্পাস ও ক্যরিয়ার ডেস্ক: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ে সেমিনার আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সাউরেস এর উদ্যোগে ব্রাসিকা ওয়েলসীড জার্মপ্লাজম ইমপ্রুভমেন্ট ফর ইল্ড, অ্যাগ্রোনমিক অ্যান্ড সীড কোয়ালিটি ট্রেইটস শীর্ষক এ সেমিনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার ইউনিভার্সিটি অব আলবাট্রার ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার ফুড অ্যান্ড ন্যাশনাল সায়েন্সের অধ্যাপক হাবিবুর রহমান। এসময় তিনি ‘ক্লাবরুট’ রোগ সহিষ্ণু ও আগাম ফুল ফোটে এমন সরিষার জাত উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বেলাল হোসেন। সভাপতিত্ব করেন সাউরেসর পরিচালক অধ্যাপক আমিনুজ্জামান। সঞ্চালনা করেন অধ্যাপক আব্দুর রহিম। এছাড়াও কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, আমাদের দেশে প্রতি বছর ২৪ লাখ টন ভোজ্যতেল প্রয়োজন হয়। এর মধ্যে মাত্র ৩ লাখ টন আমরা উৎপাদন করি। বাকি ২১ লাখ টন তেল আমাদের আমদানি করতে হয়। আমদানির পরিমাণ কমাতে হলে উৎপাদন বৃদ্ধি করতে হবে। কিন্তু জমির ঘাটতি থাকায় উৎপাদন বৃদ্ধি করতে পারছি না। আমাদের বোরো ও রোপা ধান চাষের মাঝের সময়ে চাষ উপযোগী সরিষার জাত উদ্ধাবন করতে হবে। ওয়েল কনটেন্ট বেশি থাকে এমন জাত উদ্ভাবন করতে হবে। সেমিনার শেষে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা শেকৃবির সরিষা গবেষণা মাঠ পরিদর্শন করেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন নিয়ে সেমিনার

আপডেট সময় : ০৭:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ক্যাম্পাস ও ক্যরিয়ার ডেস্ক: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ে সেমিনার আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সাউরেস এর উদ্যোগে ব্রাসিকা ওয়েলসীড জার্মপ্লাজম ইমপ্রুভমেন্ট ফর ইল্ড, অ্যাগ্রোনমিক অ্যান্ড সীড কোয়ালিটি ট্রেইটস শীর্ষক এ সেমিনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার ইউনিভার্সিটি অব আলবাট্রার ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার ফুড অ্যান্ড ন্যাশনাল সায়েন্সের অধ্যাপক হাবিবুর রহমান। এসময় তিনি ‘ক্লাবরুট’ রোগ সহিষ্ণু ও আগাম ফুল ফোটে এমন সরিষার জাত উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বেলাল হোসেন। সভাপতিত্ব করেন সাউরেসর পরিচালক অধ্যাপক আমিনুজ্জামান। সঞ্চালনা করেন অধ্যাপক আব্দুর রহিম। এছাড়াও কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, আমাদের দেশে প্রতি বছর ২৪ লাখ টন ভোজ্যতেল প্রয়োজন হয়। এর মধ্যে মাত্র ৩ লাখ টন আমরা উৎপাদন করি। বাকি ২১ লাখ টন তেল আমাদের আমদানি করতে হয়। আমদানির পরিমাণ কমাতে হলে উৎপাদন বৃদ্ধি করতে হবে। কিন্তু জমির ঘাটতি থাকায় উৎপাদন বৃদ্ধি করতে পারছি না। আমাদের বোরো ও রোপা ধান চাষের মাঝের সময়ে চাষ উপযোগী সরিষার জাত উদ্ধাবন করতে হবে। ওয়েল কনটেন্ট বেশি থাকে এমন জাত উদ্ভাবন করতে হবে। সেমিনার শেষে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা শেকৃবির সরিষা গবেষণা মাঠ পরিদর্শন করেন।