শাহনেওয়াজ কবির ইমন
বিশাল সুনীল আকাশ,
কিছু সাদা মেঘের সারি।
বিস্তীর্ণ সবুজ মাঠ,
তার গা ঘেঁষে বহে নদী।
একটি সাজানো বাগান,
ফুটেছে ফুল সারি সারি।
বাগান পেরিয়ে উঠোন;
একপাশে দোতলা বাড়ি।
ঝুলবারান্দায় বসে
আনমনে ভাবছে সুন্দরী।
এলোকেশে উদাস মনে
ভাবছে কিছু, সে সুরভী।
পরনে ছিল আটপৌরে,
আলুথালু নীলাম্বরী।
তবে কী সে ভাবছে তারে?
যে ছিল তার মাধুকরী!
ফের যদি সময় আসে,
চাইবে ফিরে পুরনোকে!
আর যদি সে দাঁড়ায় এসে!
কেমন হবে? ভাবছে মিছে?
মানুষ বড় অসহায়;
সময় এসে চলে যায়।
পায় না ফিরে আপনাকে,
তাই চেয়ে রয় শূন্যতে।
দূর হতে মনের চোখে
কল্পনাতে দেখছি তাকে।
গল্পটা যদি সত্য হতো!
স্বপ্নগুলো কি পূর্ণ হতো?
আজকের প্রত্যাশা/কেএমএএ