ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গেমিং এক্সপো

  • আপডেট সময় : ১০:৩৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • ১৮১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ভিডিও গেমের দুনিয়ায় সবচেয়ে বড় ব্যবসায়িক অনুষ্ঠান বা ট্রেড ইভেন্ট ‘ই৩ ২০২১’ শুরু হতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় গেমিং এক্সপো বলা হয় এই ‘ই৩’-কে। করোনার জন্য গত বছর এই ইভেন্ট বাদ গেলেও এবছর ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজনের মধ্যে দিয়ে ফিরে এসেছে। ইতিমধ্যে এই এক্সপোর শিডিউল ঘোষণা করা হয়েছে। নিনটেনডো, এক্সবক্স, ক্যাপকম, ইউবি সফট, সেগা এবং আরও অনেক বিখ্যাত গেমিং প্রতিষ্ঠান এবারের ইভেন্টের সঙ্গে যুক্ত হয়েছে।
‘ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো’ সংক্ষেপে ‘ই৩’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কনভেনশন সেন্টারে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর এই এক্সপো আয়োজিত হয়ে আসছে। ই৩ সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে ২০১৯ সালে। করোনার কারণে গত বছর এই ইভেন্ট বাতিল করা হয়েছিল। তবে এ বছর ডিজিটালি অনুষ্ঠিত হবে।
ই৩-তে বিশ্বের বিভিন্ন গেমিং প্রতিষ্ঠান নিজেদের নতুন গেম ও অন্যান্য গেমিং অ্যাকসেসরিজ প্রসঙ্গে জানিয়ে থাকে। অর্থাৎ আগামী দিনে তারা কী কী লঞ্চ করতে চলেছে, সেই প্রসঙ্গে আভাস দেয়।
ই৩ ২০২১ তারিখ এবং রেজিস্ট্রেশন : ই৩ ২০২১ শুরু হতে যাচ্ছে ১২ জুন। চলবে ১৫ জুন পর্যন্ত। জানা গেছে, ১২ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে এই গেমিং এক্সপো। ইতিমধ্যে এই ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। মিডিয়া, গেমিং ইন্ডাস্ট্রির বিভিন্ন ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার ও ফ্যানরা এই ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। ই৩ ২০২১-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করা যাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গেমিং এক্সপো

আপডেট সময় : ১০:৩৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

প্রযুক্তি ডেস্ক : ভিডিও গেমের দুনিয়ায় সবচেয়ে বড় ব্যবসায়িক অনুষ্ঠান বা ট্রেড ইভেন্ট ‘ই৩ ২০২১’ শুরু হতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় গেমিং এক্সপো বলা হয় এই ‘ই৩’-কে। করোনার জন্য গত বছর এই ইভেন্ট বাদ গেলেও এবছর ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজনের মধ্যে দিয়ে ফিরে এসেছে। ইতিমধ্যে এই এক্সপোর শিডিউল ঘোষণা করা হয়েছে। নিনটেনডো, এক্সবক্স, ক্যাপকম, ইউবি সফট, সেগা এবং আরও অনেক বিখ্যাত গেমিং প্রতিষ্ঠান এবারের ইভেন্টের সঙ্গে যুক্ত হয়েছে।
‘ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো’ সংক্ষেপে ‘ই৩’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কনভেনশন সেন্টারে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর এই এক্সপো আয়োজিত হয়ে আসছে। ই৩ সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে ২০১৯ সালে। করোনার কারণে গত বছর এই ইভেন্ট বাতিল করা হয়েছিল। তবে এ বছর ডিজিটালি অনুষ্ঠিত হবে।
ই৩-তে বিশ্বের বিভিন্ন গেমিং প্রতিষ্ঠান নিজেদের নতুন গেম ও অন্যান্য গেমিং অ্যাকসেসরিজ প্রসঙ্গে জানিয়ে থাকে। অর্থাৎ আগামী দিনে তারা কী কী লঞ্চ করতে চলেছে, সেই প্রসঙ্গে আভাস দেয়।
ই৩ ২০২১ তারিখ এবং রেজিস্ট্রেশন : ই৩ ২০২১ শুরু হতে যাচ্ছে ১২ জুন। চলবে ১৫ জুন পর্যন্ত। জানা গেছে, ১২ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে এই গেমিং এক্সপো। ইতিমধ্যে এই ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। মিডিয়া, গেমিং ইন্ডাস্ট্রির বিভিন্ন ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার ও ফ্যানরা এই ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। ই৩ ২০২১-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করা যাবে।