ক্রীড়া ডেস্ক: মাত্র ৪ দিনেই শেষ হয়ে গেল লিটন কুমার দাসের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অধ্যায়। আঙুলের চোটে পাকিস্তান থেকে দেশে ফিরে আসছেন স্টাইলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এই খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি। “পাকিস্তান থেকে আমরা ফোনে জানতে পেরেছি, লিটনের বৃদ্ধাঙুলিতে চিড় ধরেছে। তাই তিনি দেশে ফিরে আসছেন। আপাতত এর বেশি কিছু জানা নেই আমাদের। লিটন দেশে ফিরলে পরবর্তী পরীক্ষানিরীক্ষা করা হবে।” পরে সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় লিটন জানিয়েছেন অন্তত ২ সপ্তাহ লাগবে তার সুস্থ হতে।
“করাচি কিংসের হয়ে পিএসএল খেলার জন্য আমি উচ্ছ্বসিত ছিলাম। তবে সৃষ্টিকর্তার হয়তো অন্য পরিকল্পনা ছিল। প্রস্তুতির সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সুস্থ হতে অন্তত ২ সপ্তাহ লাগবে।” “খুবই দুঃখজনকভাবে পিএসএল অভিযান শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে আসছি এবং দ্রুত সুস্থতার জন্য আপনার দোয়া প্রার্থনা করছি। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা।” পিএসএল খেলতে গত মঙ্গলবার পাকিস্তান গিয়েছিলেন লিটন। আঙুলের চোটে ৪ দিনের মধ্যেই দেশে ফিরতে আসতে হচ্ছে তাকে। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও লিটনকে পিএসএলের পুরোটার জন্যই ছাড়পত্র দিয়েছিল বিসিবি।
তাকে ছাড়াই ঘোষণা করা হয়েছিল সিলেট টেস্টের দল। কিন্তু চোটে পড়ে এখন পিএসএলও খেলা হবে না লিটনের। অভিজ্ঞ ব্যাটসম্যান দেশে ফিরে এলেও লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানে আছেন রিশাদ হোসেন। উদ্বোধনী ম্যাচের একাদশে জায়গা হয়নি তার। তবে পুরো টুর্নামেন্টের ছাড়পত্রই পেয়েছেন তিনি। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষে আগামী ২৬ এপ্রিল থেকে পিএসএল খেলার অনুমতি পেয়েছেন নাহিদ রানা। পেশাওয়ার জালমির হয়ে খেলার ডাক পেয়েছেন তরুণ পেসার।