ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শুভেন্দুর বিরুদ্ধে ত্রাণের ত্রিপল চুরির মামলা

  • আপডেট সময় : ১২:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগে মামলা হয়েছে। একই মামলায় পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার সাবেক চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীসহ আরও দুজনকে আসামি করা হয়েছে। বিজেপির বিধায়ক শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু। অপর দুই আসামি পৌরসভার কর্মী।
১ জুন কাঁথি পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রতœদীপ মান্না কাঁথি থানায় এই মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, শুভেন্দু ও সৌমেন্দুর নির্দেশে, কাঁথি পৌরসভার দুই কর্মচারীর মদদে গত ২৯ মে পৌর অফিসের গোডাউন থেকে ত্রাণের ত্রিপল লুট করে গাড়িতে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর চার-পাঁচজন সশস্ত্র জওয়ান। লুট হওয়া ত্রাণের ত্রিপলের দাম লাখ টাকা।
মামলার বিষয়ে শুভেন্দু বা সৌমেন্দুর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের বাবা ও তমলুকের সাংসদ শিশির অধিকারী বলেছেন, এই মামলা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শিশির অধিকারী বলেন, শুভেন্দুর বিরুদ্ধে যত পারে রাজনৈতিক প্রতিহিংসা দেখাক। কোনো লাভ হবে না। যে ত্রিপলের কথা বলা হয়েছে, তা পৌরসভার সম্পত্তি নয়, সরকারের সম্পত্তি।
এদিকে শুভেন্দুর অনুগামী বলে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ২ লাখ রুপি আত্মসাতের অভিযোগে কলকাতায় মানিকতলা থানায় গত ২৭ ফেব্রুয়ারি একটি মামলা হয়। এই মামলায় গত শনিবার মানিকতলা থানার পুলিশ আসামি রাখাল বেরাকে গ্রেপ্তার করেছে। শুভেন্দুর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রাখাল বেরার সঙ্গে শুভেন্দুর কোনো যোগাযোগ নেই।
দুই মামলার কারণে শুভেন্দু চাপে পড়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। শুভেন্দু একসময় তৃণমূল কংগ্রেস করতেন। তিনি ছিলেন তৃণমূলের পরিবহনমন্ত্রী। তিনি তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাতও ছিলেন। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু বিজেপিতে যোগ দেন। তিনি নন্দীগ্রাম আসনে মমতাকে হারিয়ে দেন। শুভেন্দু এখন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীদলীয় নেতা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শুভেন্দুর বিরুদ্ধে ত্রাণের ত্রিপল চুরির মামলা

আপডেট সময় : ১২:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগে মামলা হয়েছে। একই মামলায় পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার সাবেক চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীসহ আরও দুজনকে আসামি করা হয়েছে। বিজেপির বিধায়ক শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু। অপর দুই আসামি পৌরসভার কর্মী।
১ জুন কাঁথি পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রতœদীপ মান্না কাঁথি থানায় এই মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, শুভেন্দু ও সৌমেন্দুর নির্দেশে, কাঁথি পৌরসভার দুই কর্মচারীর মদদে গত ২৯ মে পৌর অফিসের গোডাউন থেকে ত্রাণের ত্রিপল লুট করে গাড়িতে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর চার-পাঁচজন সশস্ত্র জওয়ান। লুট হওয়া ত্রাণের ত্রিপলের দাম লাখ টাকা।
মামলার বিষয়ে শুভেন্দু বা সৌমেন্দুর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের বাবা ও তমলুকের সাংসদ শিশির অধিকারী বলেছেন, এই মামলা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শিশির অধিকারী বলেন, শুভেন্দুর বিরুদ্ধে যত পারে রাজনৈতিক প্রতিহিংসা দেখাক। কোনো লাভ হবে না। যে ত্রিপলের কথা বলা হয়েছে, তা পৌরসভার সম্পত্তি নয়, সরকারের সম্পত্তি।
এদিকে শুভেন্দুর অনুগামী বলে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ২ লাখ রুপি আত্মসাতের অভিযোগে কলকাতায় মানিকতলা থানায় গত ২৭ ফেব্রুয়ারি একটি মামলা হয়। এই মামলায় গত শনিবার মানিকতলা থানার পুলিশ আসামি রাখাল বেরাকে গ্রেপ্তার করেছে। শুভেন্দুর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রাখাল বেরার সঙ্গে শুভেন্দুর কোনো যোগাযোগ নেই।
দুই মামলার কারণে শুভেন্দু চাপে পড়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। শুভেন্দু একসময় তৃণমূল কংগ্রেস করতেন। তিনি ছিলেন তৃণমূলের পরিবহনমন্ত্রী। তিনি তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাতও ছিলেন। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু বিজেপিতে যোগ দেন। তিনি নন্দীগ্রাম আসনে মমতাকে হারিয়ে দেন। শুভেন্দু এখন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীদলীয় নেতা।