ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

শুভকে নিয়ে গর্বিত শাকিব

  • আপডেট সময় : ১২:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দুজনের গন্তব্যই ছিল ভারত। এক নায়ক যাচ্ছেন সিনেমা প্রচারে অংশ নিতে, আরেকজনের আছে সিনেমার শুটিং। এই দুজন হলেন, চিত্রনায়ক শাকিব খান এবং আরিফিন শুভ; তাদের দেখা হয় ঢাকার শাহজালাল বিমানবন্দরে। আগামী ২৭ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এই সিনেমার প্রচারে কাছে মুম্বাইয়ে উড়াল দেন শুভ। অন্যদিকে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার শুটিং হবে মুম্বাইয়ে, তাই এই সিনেমার নায়ক শাকিব যান ভারতে। কিন্তু দেশ ছাড়ার আগে শাকিব-শুভর দেখা হয়ে গেল বিমানবন্দরে। একসঙ্গে ছবি তোলেন তারা। বিমানবন্দরের লাউঞ্জে বসে দুজনে কিছু সময় আড্ডা দেন। আবার একই বিমানে করে প্রতিবেশী দেশটিতে যান তারা। ফেইসবুকে একটি ছবি শেয়ার করে শাকিব খান বলেন, “দরদ’ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি।” বিমানবন্দরে শুভর সঙ্গে আড্ডা দেওয়ার গল্প শাকিব শেয়ার করেছেন ফেইসবুকে।
শাকিব বলেন, “লাউঞ্জ গল্পে উঠে এল মুজিব সিনেমা নিয়ে শুভর স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনাল স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস।” শুভর জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান বলেন, “আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।” গেল ১৩ অক্টোবর দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত এই বায়োপিক। এর দুদিন পর হলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬১তে। সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহে দেশের ১৬৪টি প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে সিনেমাটি। বাংলাদেশের ৬০ শতাংশ আর ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শুটিং ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছিল ২০২১ সালের ২২ জানুয়ারি। শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার ও ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়। চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।
সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূকম্পন পরিমাপক যন্ত্র

শুভকে নিয়ে গর্বিত শাকিব

আপডেট সময় : ১২:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক: দুজনের গন্তব্যই ছিল ভারত। এক নায়ক যাচ্ছেন সিনেমা প্রচারে অংশ নিতে, আরেকজনের আছে সিনেমার শুটিং। এই দুজন হলেন, চিত্রনায়ক শাকিব খান এবং আরিফিন শুভ; তাদের দেখা হয় ঢাকার শাহজালাল বিমানবন্দরে। আগামী ২৭ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এই সিনেমার প্রচারে কাছে মুম্বাইয়ে উড়াল দেন শুভ। অন্যদিকে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার শুটিং হবে মুম্বাইয়ে, তাই এই সিনেমার নায়ক শাকিব যান ভারতে। কিন্তু দেশ ছাড়ার আগে শাকিব-শুভর দেখা হয়ে গেল বিমানবন্দরে। একসঙ্গে ছবি তোলেন তারা। বিমানবন্দরের লাউঞ্জে বসে দুজনে কিছু সময় আড্ডা দেন। আবার একই বিমানে করে প্রতিবেশী দেশটিতে যান তারা। ফেইসবুকে একটি ছবি শেয়ার করে শাকিব খান বলেন, “দরদ’ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি।” বিমানবন্দরে শুভর সঙ্গে আড্ডা দেওয়ার গল্প শাকিব শেয়ার করেছেন ফেইসবুকে।
শাকিব বলেন, “লাউঞ্জ গল্পে উঠে এল মুজিব সিনেমা নিয়ে শুভর স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনাল স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস।” শুভর জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান বলেন, “আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।” গেল ১৩ অক্টোবর দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত এই বায়োপিক। এর দুদিন পর হলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬১তে। সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহে দেশের ১৬৪টি প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে সিনেমাটি। বাংলাদেশের ৬০ শতাংশ আর ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শুটিং ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছিল ২০২১ সালের ২২ জানুয়ারি। শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার ও ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়। চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।
সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।