ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

শুধু শাকিব খান নির্ভরতা সুসংবাদ নয়: অপু বিশ্বাস

  • আপডেট সময় : ০৫:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: শাকিব খানকে ছাড়া দেশের অন্য কোনো নায়ককে নিয়ে নামি প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ দেখায় না বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউডের এই একপেশে চিত্রকে তিনি চলচ্চিত্রের জন্য সুসংবাদ নয় বলেও মনে করেন।

সম্প্রতি ‘সিক্রেট’ সিনেমার সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন।

এ সময় অপু বিশ্বাস বলেন, ‘বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না।

এটা কিন্তু কখনোই সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি আপনাদের ও আমাদের একটি পজিটিভ নিউজ, পজিটিভ ভাইব বাংলাদেশের লোকদের কাছে বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলে যে আগ্রহটা বাড়ে, সেই কাজটি আপনারা করবেন।’

প্রযোজনা সংস্থার নতুন একটি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন অপু।

তারই ঘোষণা দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শাকিব-নির্ভরতার এই চিত্র থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রযোজনা সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান অপু।
তিনি বলেন, ‘আজকে এম কে প্রোডাকশনকে আমরা ধন্যবাদ জানাই। বিগত অনেক বছর শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ প্রকাশ করে না।

যেহেতু চিত্রটা ওভাবে, সেটাকে ইনস্পায়ার করা দায়িত্ব আমাদের প্রতেকটা মানুষের।’

এদিন সিনেমার বাইরে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রলিং বা বুলিংয়ের বিষয়েও কথা বলেন এই চিত্রনায়িকা।

অপুর ভাষ্যে, ‘আজকে এই সামাজিক ভাইবগুলোর মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, আমাকে নিয়ে অবশ্যই বুলিং করেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়। যে বুলিং থেকে আমরা শিখতে পারি, কাজে সামনে এগিয়ে যেতে পারি।’

ওআ/আপ্র/১০/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুধু শাকিব খান নির্ভরতা সুসংবাদ নয়: অপু বিশ্বাস

আপডেট সময় : ০৫:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: শাকিব খানকে ছাড়া দেশের অন্য কোনো নায়ককে নিয়ে নামি প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ দেখায় না বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউডের এই একপেশে চিত্রকে তিনি চলচ্চিত্রের জন্য সুসংবাদ নয় বলেও মনে করেন।

সম্প্রতি ‘সিক্রেট’ সিনেমার সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন।

এ সময় অপু বিশ্বাস বলেন, ‘বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না।

এটা কিন্তু কখনোই সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি আপনাদের ও আমাদের একটি পজিটিভ নিউজ, পজিটিভ ভাইব বাংলাদেশের লোকদের কাছে বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলে যে আগ্রহটা বাড়ে, সেই কাজটি আপনারা করবেন।’

প্রযোজনা সংস্থার নতুন একটি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন অপু।

তারই ঘোষণা দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শাকিব-নির্ভরতার এই চিত্র থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রযোজনা সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান অপু।
তিনি বলেন, ‘আজকে এম কে প্রোডাকশনকে আমরা ধন্যবাদ জানাই। বিগত অনেক বছর শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ প্রকাশ করে না।

যেহেতু চিত্রটা ওভাবে, সেটাকে ইনস্পায়ার করা দায়িত্ব আমাদের প্রতেকটা মানুষের।’

এদিন সিনেমার বাইরে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রলিং বা বুলিংয়ের বিষয়েও কথা বলেন এই চিত্রনায়িকা।

অপুর ভাষ্যে, ‘আজকে এই সামাজিক ভাইবগুলোর মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, আমাকে নিয়ে অবশ্যই বুলিং করেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়। যে বুলিং থেকে আমরা শিখতে পারি, কাজে সামনে এগিয়ে যেতে পারি।’

ওআ/আপ্র/১০/১২/২০২৫