ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

শুধু নির্বাচনে অংশ নিতে প্রাথমিক নিবন্ধন চায় ২২ দল

  • আপডেট সময় : ০৭:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশগ্রহণ করতে চায় এমন দাবিতে ২২টি রাজনৈতিক দল ইসির প্রথমিক নিবন্ধন চেয়েছে।

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

পরিষদের সভাপতি মোবারক হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নিবন্ধনের ঘাটতি পূরণে আগ্রহী দলগুলোকে জনস্বার্থে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক নিবন্ধন দিতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোকে ১০ আসনে স্ব-স্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে। একই সঙ্গে এমন দলগুলোকে আর্থিক প্রণোদনা প্রদান ও গণতান্ত্রিক ফান্ড গঠন করতে হবে।

যে দলগুলোকে নিয়ে নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদ গঠন করা হয়েছে, সেগুলো হলো—বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি, গণঅধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ মুক্তি পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, দারুস সালাম পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট, বাংলাদেশ একুশে পার্টি, বাংলাদেশ ইনোভেশন পার্টি, ন্যাশনাল সবুজ বাংলা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ নাগরিক পার্টি, ইসলামিক লিবারেল পার্টি, খেলাফতে দাওয়াত পার্টি, জাতীয় উলামা কাউন্সিল, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, বাংলাদেশ জনতা লীগ, সংবিধান বিষয়ক জনস্বার্থ পার্টি, বাংলাদেশ সার্বজনীন দল ও বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি।

ওআ/আপ্র/০৮/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শুধু নির্বাচনে অংশ নিতে প্রাথমিক নিবন্ধন চায় ২২ দল

আপডেট সময় : ০৭:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশগ্রহণ করতে চায় এমন দাবিতে ২২টি রাজনৈতিক দল ইসির প্রথমিক নিবন্ধন চেয়েছে।

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

পরিষদের সভাপতি মোবারক হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নিবন্ধনের ঘাটতি পূরণে আগ্রহী দলগুলোকে জনস্বার্থে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক নিবন্ধন দিতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোকে ১০ আসনে স্ব-স্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে। একই সঙ্গে এমন দলগুলোকে আর্থিক প্রণোদনা প্রদান ও গণতান্ত্রিক ফান্ড গঠন করতে হবে।

যে দলগুলোকে নিয়ে নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদ গঠন করা হয়েছে, সেগুলো হলো—বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি, গণঅধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ মুক্তি পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, দারুস সালাম পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট, বাংলাদেশ একুশে পার্টি, বাংলাদেশ ইনোভেশন পার্টি, ন্যাশনাল সবুজ বাংলা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ নাগরিক পার্টি, ইসলামিক লিবারেল পার্টি, খেলাফতে দাওয়াত পার্টি, জাতীয় উলামা কাউন্সিল, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, বাংলাদেশ জনতা লীগ, সংবিধান বিষয়ক জনস্বার্থ পার্টি, বাংলাদেশ সার্বজনীন দল ও বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি।

ওআ/আপ্র/০৮/১০/২০২৫