শাহনেওয়াজ কবির ইমন
শুধু জানি, মানুষগুলো সব যাচ্ছে বদলে;
একটু একটু করে অসময়ের পালাবদলে।
হারাচ্ছে মনুষ্যত্ব, হারাচ্ছে তারা সরলতা;
ছুটছে শুধু ঊর্ধ্বশ্বাসে, কারণটা নেই জানা।
শুধু জানি চেনা মানুষ, চেনা শহর সব-
এমনকি চেনা পথ-ঘাট, চেনা পরিবেশ।
আজকাল কেমন সব অচেনা মনে হয়;
এমন বদলে যাওয়া সময়ে শুধু ভয় হয়।
শুধু জানি না, এর উত্তরণের কী উপায়!
শুধু জানি না, মানুষ কেন যে বদলে যায়!
শুধু জানি, হৃদয়ের গভীরে সতত ঝড় বয়;
যে ঝড়ে আমার পৃথিবী তছনছ হয়ে যায়।
আজকের প্রত্যাশা/কেএমএএ