ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও দৃষ্টি যুবাদের

  • আপডেট সময় : ০৮:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: বয়স ভিত্তিক এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে বাংলাদেশ দলের যুবারা রোববার সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে। তার আগে শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেলো যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাভিদ নেওয়াজ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অধিনায়ক তামিম জানিয়েছেন, শুধু এশিয়া কাপ নয়, আগামী বিশ্বকাপেও চোখ তাদের। এক প্রশ্নের জবাবে জুনিয়র তামিম বলেছেন, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। এই দলে আগের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া পাঁচজন ক্রিকেটার আছেন। আমরা দারুণ আশাবাদী এবারও শিরোপা জিততে পারবো।’ গতবার বাংলাদেশ যুবাদের কোচ ছিলেন স্টুয়ার্ট ল। এবার যুব বিশ্বকাপ জেতানো কোচ নাভিদ নেওয়াজকে পাওয়া দলের জন্য বাড়তি প্রেরণা। অধিনায়ক তামিম বললেন, ‘বিশ্বকাপজয়ী কোচ আছেন আমাদের সঙ্গে। এটা খুবই প্রেরণাদায়ক। আমরা চাই এশিয়া কাপের পাশাপাশি যেন বিশ্বকাপও জিততে পারি। গত তিন-চার মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে দাপুটে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের দলের বন্ধন অসাধারণ।’
এদিকে, দলের পরিকল্পনা তুলে ধরে কোচ নাভিদ নেওয়াজ গণমাধ্যমকে বলেছেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর সিলেট ও রাজশাহীতে ক্যাম্প করেছি। দলের জন্য একটি নির্দিষ্ট কৌশল তৈরির চেষ্টা করছি। ভালো পরিকল্পনা নিয়ে এগোলে বিশ্ব ক্রিকেটে ফলাফল আসবেই। তবে দলটি এখনো নতুন। এশিয়া কাপের পর আরও কিছু সিরিজে আমরা নিজেদের শক্তি-সামর্থ্যের পূর্ণ প্রতিচ্ছবি দেখতে পাব। বিশ্বকাপ জেতার ভাবনা এখন মাথায় নেই, বরং আমি দলের ভিত শক্ত করতেই বেশি মনোযোগী। সেখান থেকেই ক্রিকেটাররা ধারাবাহিকভাবে ভালো করবে।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

স্বর্ণ ভেবে পিস্তল ঠেকিয়ে ইমিটেশনের দুল ছিনতাই

শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও দৃষ্টি যুবাদের

আপডেট সময় : ০৮:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ক্রীড়া প্রতিবেদক: বয়স ভিত্তিক এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে বাংলাদেশ দলের যুবারা রোববার সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে। তার আগে শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেলো যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাভিদ নেওয়াজ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অধিনায়ক তামিম জানিয়েছেন, শুধু এশিয়া কাপ নয়, আগামী বিশ্বকাপেও চোখ তাদের। এক প্রশ্নের জবাবে জুনিয়র তামিম বলেছেন, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। এই দলে আগের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া পাঁচজন ক্রিকেটার আছেন। আমরা দারুণ আশাবাদী এবারও শিরোপা জিততে পারবো।’ গতবার বাংলাদেশ যুবাদের কোচ ছিলেন স্টুয়ার্ট ল। এবার যুব বিশ্বকাপ জেতানো কোচ নাভিদ নেওয়াজকে পাওয়া দলের জন্য বাড়তি প্রেরণা। অধিনায়ক তামিম বললেন, ‘বিশ্বকাপজয়ী কোচ আছেন আমাদের সঙ্গে। এটা খুবই প্রেরণাদায়ক। আমরা চাই এশিয়া কাপের পাশাপাশি যেন বিশ্বকাপও জিততে পারি। গত তিন-চার মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে দাপুটে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের দলের বন্ধন অসাধারণ।’
এদিকে, দলের পরিকল্পনা তুলে ধরে কোচ নাভিদ নেওয়াজ গণমাধ্যমকে বলেছেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর সিলেট ও রাজশাহীতে ক্যাম্প করেছি। দলের জন্য একটি নির্দিষ্ট কৌশল তৈরির চেষ্টা করছি। ভালো পরিকল্পনা নিয়ে এগোলে বিশ্ব ক্রিকেটে ফলাফল আসবেই। তবে দলটি এখনো নতুন। এশিয়া কাপের পর আরও কিছু সিরিজে আমরা নিজেদের শক্তি-সামর্থ্যের পূর্ণ প্রতিচ্ছবি দেখতে পাব। বিশ্বকাপ জেতার ভাবনা এখন মাথায় নেই, বরং আমি দলের ভিত শক্ত করতেই বেশি মনোযোগী। সেখান থেকেই ক্রিকেটাররা ধারাবাহিকভাবে ভালো করবে।’