ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

শুটিং সেটে আহত ব্র্যাড পিট, ভিডিও ভাইরাল

  • আপডেট সময় : ০৫:১০:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: হলিউড অভিনেতা ব্র্যাড পিট সম্প্রতি তার আসন্ন ছবি ‘এফ ওয়ান’ -এর শুটিংয়ের করার সময়ে ভয় পেয়ে যান। একটি নাটকীয় গাড়ি দুর্ঘটনার সঙ্গে জড়িত একটি দৃশ্যের শুটিং করার সময়, অভিনেতাকে হোঁচট খেতে দেখা যায় এবং পড়ে যান। রেসিং গিয়ার পরিহিত ৫৯ বছর বয়সী এই অভিনেতা ক্রু দ্বারা ধরে রাখা প্যাডেড মাদুরের উপর পড়ার আগে দুর্ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে দেখা গেছে। অভিনেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, পুরো রেসিং গিয়ার পরিহিত ব্র্যাড পিট দুর্ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে আসছেন এবং শেষে ক্রু মেম্বারদের পেতে রাখা একটি ম্যাটের উপরে পড়ে যান।
এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্র্যাড পিটের টিম অভিনেতার এফ ওয়ান সিনেমার চরিত্রের নাম নিয়ে হেলথ আপডেট শেয়ার করেছেন। যেখানে লেখা হয়, ‘কোয়ালিফাইং রাউন্ডের সময় সানির শরীর একটু অসুস্থ হওয়ার মেডিক্যাল হেলপের প্রয়োজন পড়ে। ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সনির স্বাস্থ্য এই মুহূর্তে আমাদের শীর্ষ অগ্রাধিকার। সানির শরীর সুস্থ থাকলেও তিনি আপাতত রেসে অংশগ্রহণ করবেন না। তিনি নিজের সেরে ওঠায় মনোনিবেশ করবেন। আমরা আরো আপডেট পেলে আপনাদের জানাব।’ ব্র্যাড পিট অভিনীত আসন্ন আমেরিকান স্পোর্টস ড্রামাটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। যিনি টম ক্রুজ হিট টপ গান: ম্যাভেরিক-এ তার কাজের জন্য পরিচিত। স্ক্রিপ্ট লিখেছেন এহরেন ক্রুগার। প্রযোজনা করেছেন জেরি ব্রুক হিমার, যিনি প্রযোজনাও করেছিলেন টপ গান। ২০২৫ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এফ ওয়ান। হাভিয়ের বারদেম, টোবিয়াস মেনজিস, কেরি কনডন, সারাহ নাইলস এবং ইদ্রিস এলবার মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ব্র্যাড পিট।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

শুটিং সেটে আহত ব্র্যাড পিট, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৫:১০:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: হলিউড অভিনেতা ব্র্যাড পিট সম্প্রতি তার আসন্ন ছবি ‘এফ ওয়ান’ -এর শুটিংয়ের করার সময়ে ভয় পেয়ে যান। একটি নাটকীয় গাড়ি দুর্ঘটনার সঙ্গে জড়িত একটি দৃশ্যের শুটিং করার সময়, অভিনেতাকে হোঁচট খেতে দেখা যায় এবং পড়ে যান। রেসিং গিয়ার পরিহিত ৫৯ বছর বয়সী এই অভিনেতা ক্রু দ্বারা ধরে রাখা প্যাডেড মাদুরের উপর পড়ার আগে দুর্ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে দেখা গেছে। অভিনেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, পুরো রেসিং গিয়ার পরিহিত ব্র্যাড পিট দুর্ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে আসছেন এবং শেষে ক্রু মেম্বারদের পেতে রাখা একটি ম্যাটের উপরে পড়ে যান।
এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্র্যাড পিটের টিম অভিনেতার এফ ওয়ান সিনেমার চরিত্রের নাম নিয়ে হেলথ আপডেট শেয়ার করেছেন। যেখানে লেখা হয়, ‘কোয়ালিফাইং রাউন্ডের সময় সানির শরীর একটু অসুস্থ হওয়ার মেডিক্যাল হেলপের প্রয়োজন পড়ে। ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সনির স্বাস্থ্য এই মুহূর্তে আমাদের শীর্ষ অগ্রাধিকার। সানির শরীর সুস্থ থাকলেও তিনি আপাতত রেসে অংশগ্রহণ করবেন না। তিনি নিজের সেরে ওঠায় মনোনিবেশ করবেন। আমরা আরো আপডেট পেলে আপনাদের জানাব।’ ব্র্যাড পিট অভিনীত আসন্ন আমেরিকান স্পোর্টস ড্রামাটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। যিনি টম ক্রুজ হিট টপ গান: ম্যাভেরিক-এ তার কাজের জন্য পরিচিত। স্ক্রিপ্ট লিখেছেন এহরেন ক্রুগার। প্রযোজনা করেছেন জেরি ব্রুক হিমার, যিনি প্রযোজনাও করেছিলেন টপ গান। ২০২৫ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এফ ওয়ান। হাভিয়ের বারদেম, টোবিয়াস মেনজিস, কেরি কনডন, সারাহ নাইলস এবং ইদ্রিস এলবার মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ব্র্যাড পিট।