বিনোদন ডেস্ক: ‘মালিক’ ছবির শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন অভিনেতা আরিফিন শুভ। ছবির একটি অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
শুটিং ইউনিটের একাধিক সূত্র জানায়, দৃশ্যটি ধারণের সময় শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন দেওয়ার পরিকল্পনা ছিল। শুরুতে সব ঠিকঠাক থাকলেও ক্যামেরা চালুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ তার পায়ে আগুন ধরে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই শিখা ভয়াবহ রূপ নেয়। আগুন লাগার পর শুভ নিজেই তা নেভানোর চেষ্টা করলেও তীব্র তাপে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন ইউনিটের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন।
দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধের সিদ্ধান্ত নিলেও শুভ তা মানেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই আবারো ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।
ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে ছবিটি ‘মালিক’। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এ ছবিতে শুভর নতুন লুক ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।
ওআ/আপ্র/০৪/১২/২০২৫

























