ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

শুটিংয়ে দুর্ঘটনায় লাইটম্যান সবুজের জীবনের আলো নিভে গেল

  • আপডেট সময় : ০১:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নির্মাতা চয়নিকা চৌধুরীর একটি নাটকের শুটিং চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন লাইটম্যান সবুজ মারা গেছেন।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় তার মৃত্যু হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
গত বুধবার মিরপুর ডিওএইচএসের একটি শুটিং হাউজে চয়নিকার ‘প্রথম প্রথম প্রেম’ নামে নাটকটির শুটিং চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হন সবুজ। প্রথমে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান চয়নিকা।
গত সোমবার সবুজের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছিল; এর মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে আর ফিরলেন না তিনি। এক ফেইসবুক পোস্টে শোক প্রকাশ করে চয়নিকা লিখেছেন, “পরপারে ভালো থেকো সবুজ, এই কয়দিন অনেক কষ্ট পেয়েছ। তুমি থাকবে আমার অন্তরে, চোখের ওপর।”
চয়নিকা জানান, শুটিংয়ে আলো কমানো-বাড়ানোর বোর্ড ধরেছিলেন সবুজ; এর মধ্যে বাতাসে সেটি বিদ্যুতের তারে আটকে যায়। বোর্ডটি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। পল্লবী থানার একটি প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে বিকালে; সঙ্গে চয়নিকা চৌধুরীও ছিলেন। চয়নিকা বলেন, “তারা স্পটে এসে দেখে গেছে সব সত্যি। এখন লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।” গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে; তিনি স্ত্রী ও এক সন্তানকে রেখে গেছেন। তার মৃত্যুতে টিভি নাটকের অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা ফেইসবুকে শোক জানিয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক প্রাথমিক শিক্ষকদের

শুটিংয়ে দুর্ঘটনায় লাইটম্যান সবুজের জীবনের আলো নিভে গেল

আপডেট সময় : ০১:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : নির্মাতা চয়নিকা চৌধুরীর একটি নাটকের শুটিং চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন লাইটম্যান সবুজ মারা গেছেন।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় তার মৃত্যু হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
গত বুধবার মিরপুর ডিওএইচএসের একটি শুটিং হাউজে চয়নিকার ‘প্রথম প্রথম প্রেম’ নামে নাটকটির শুটিং চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হন সবুজ। প্রথমে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান চয়নিকা।
গত সোমবার সবুজের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছিল; এর মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে আর ফিরলেন না তিনি। এক ফেইসবুক পোস্টে শোক প্রকাশ করে চয়নিকা লিখেছেন, “পরপারে ভালো থেকো সবুজ, এই কয়দিন অনেক কষ্ট পেয়েছ। তুমি থাকবে আমার অন্তরে, চোখের ওপর।”
চয়নিকা জানান, শুটিংয়ে আলো কমানো-বাড়ানোর বোর্ড ধরেছিলেন সবুজ; এর মধ্যে বাতাসে সেটি বিদ্যুতের তারে আটকে যায়। বোর্ডটি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। পল্লবী থানার একটি প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে বিকালে; সঙ্গে চয়নিকা চৌধুরীও ছিলেন। চয়নিকা বলেন, “তারা স্পটে এসে দেখে গেছে সব সত্যি। এখন লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।” গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে; তিনি স্ত্রী ও এক সন্তানকে রেখে গেছেন। তার মৃত্যুতে টিভি নাটকের অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা ফেইসবুকে শোক জানিয়েছেন।