ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
শুক্রবার ‘যন্ত্রণা’ আসছে

শুক্রবার ‘যন্ত্রণা’ আসছে

  • আপডেট সময় : ১২:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: প্রেম ও অ্যাকশনের গল্প নিয়ে অভিনয় শিল্পী আদর আজাদ ও মানসী প্রকৃতি জুটির প্রথম সিনেমা ‘যন্ত্রণা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শুক্রবার। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমা গত ২৭ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এর কিছুদিন আগে প্রেক্ষাগৃহে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তি পায়। সে কারণে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর সিনেমাটির প্রতি সম্মান রেখে এব দর্শক চাহিদার বিবেচনায় ‘যন্ত্রণা’ মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এর আগে ‘যন্ত্রণা’র গান, পোস্টার ও ট্রেইলার প্রকাশ করা হয়েছে। ‘যন্ত্রণা’ প্রকৃতির ক্যারিয়ারে ষষ্ঠ এবং মুক্তির দিক দিয়ে চর্তুথ সিনেমা। এই অভিনেত্রী বলেন, “সিনেমার গল্প ও চরিত্রটি ভালো লেগেছে আমার কাছে। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। অনেক দিন পর বড় পর্দায় আসছি, দর্শকরা আমাকে কীভাবে নেয় সেটি দেখার জন্য মুখিয়ে আছি।”
আদর আজাদের ভাষ্য, “বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার প্রকৃতি এবং আমি একসঙ্গে কাজ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।” এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফের। তিনি বলেন, “প্রথমবার সিনেমা পরিচালনা করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে।” আদর ও প্রকৃতি ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, সায়মা স্মৃতি, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার ও অতিথি শিল্পী তনামি হক। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী। সিনেমায় চারটি গান রয়েছে। দুটি করে এই চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সংগীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা। সঙ্গীতায়োজনে কাছ করেছে রবিন ইসলাম।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শুক্রবার ‘যন্ত্রণা’ আসছে

শুক্রবার ‘যন্ত্রণা’ আসছে

আপডেট সময় : ১২:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: প্রেম ও অ্যাকশনের গল্প নিয়ে অভিনয় শিল্পী আদর আজাদ ও মানসী প্রকৃতি জুটির প্রথম সিনেমা ‘যন্ত্রণা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শুক্রবার। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমা গত ২৭ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এর কিছুদিন আগে প্রেক্ষাগৃহে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তি পায়। সে কারণে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর সিনেমাটির প্রতি সম্মান রেখে এব দর্শক চাহিদার বিবেচনায় ‘যন্ত্রণা’ মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এর আগে ‘যন্ত্রণা’র গান, পোস্টার ও ট্রেইলার প্রকাশ করা হয়েছে। ‘যন্ত্রণা’ প্রকৃতির ক্যারিয়ারে ষষ্ঠ এবং মুক্তির দিক দিয়ে চর্তুথ সিনেমা। এই অভিনেত্রী বলেন, “সিনেমার গল্প ও চরিত্রটি ভালো লেগেছে আমার কাছে। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। অনেক দিন পর বড় পর্দায় আসছি, দর্শকরা আমাকে কীভাবে নেয় সেটি দেখার জন্য মুখিয়ে আছি।”
আদর আজাদের ভাষ্য, “বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার প্রকৃতি এবং আমি একসঙ্গে কাজ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।” এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফের। তিনি বলেন, “প্রথমবার সিনেমা পরিচালনা করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে।” আদর ও প্রকৃতি ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, সায়মা স্মৃতি, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার ও অতিথি শিল্পী তনামি হক। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী। সিনেমায় চারটি গান রয়েছে। দুটি করে এই চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সংগীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা। সঙ্গীতায়োজনে কাছ করেছে রবিন ইসলাম।