ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

শুক্রবার থেকে ‘ওমর’ এর বিদেশ সফর শুরু

  • আপডেট সময় : ১২:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দেশের মাল্টিপ্লেক্সগুলোতে বেশ ভালো চলছে শরীফুল রাজ অভিনীত মোস্তফা কামাল রাজের ‘ওমর’। এবার ছবিটি মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রের অন্তত কুড়িটি অঙ্গরাজ্যে! নিউ ইয়র্ক, বোস্টন, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, শিকাগো, মিয়ামি, ভার্জিনিয়া, ডালাসসহ যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি অঙ্গরাজ্যের মাল্টিপ্লেক্স থিয়েটার হলে দেখানো হবে ছবিটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দফায় ‘ওমর’ ২৬ এপ্রিল একযোগে নিউ ইয়র্ক, ডালাস, শিকাগো, সান ফ্রান্সিসকোতে মুক্তি পাবে। এরপর পর্যায়ক্রমে বাকি অঙ্গরাজ্যে প্রদর্শিত হবে ছবিটি। আগামী ১২ মে পর্যন্ত এসব অঙ্গরাজ্যে চলবে ছবিটি। এর বাইরে আগামি ১০ মে থেকে কানাডার টরন্টো, মিসিসাগা, অটোয়া, মন্ট্রিয়েল, ক্যালগারি, এডমন্টনসহ আরও বেশ কয়েকটি জায়গায় মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে ছবিটি। মে মাসের শেষের দিকে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, আবুধাবিতে মুক্তি পাবে ‘ওমর’। ছবিটি দেশের বাইরে পরিবেশন করছে আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ বলেন, কয়েক বছর ধরে প্রবাসী বাঙালিদের মধ্যে বাংলাদেশি সিনেমা নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এর আগে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’সহ বেশ কয়েকটি ছবি প্রবাসীদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। তা ছাড়া এখন তো কিছু কিছু ছবি আন্তর্জাতিক মানের তৈরি করছেন বাংলাদেশের পরিচালকেরা। দেশে আলোচনা তৈরি হচ্ছে ওই সব ছবির। যা দেশের বাইরে প্রবাসী দর্শকের মধ্যেও ছড়িয়ে পড়ছে। বাংলাদেশি সিনেমা নিয়ে এই পরিবেশকের ভাষ্য, একসময় ইউরোপ আমেরিকাতে মিলনায়তন ভাড়া করে বাংলা সিনেমা চালানো হতো। এখন হলিউডের ছবির পাশাপাশি মাল্টিপ্লেক্সে বাংলাদেশি সিনেমা মুক্তি পাচ্ছে। এটি বাংলাদেশি সিনেমার অর্জন। এ ছাড়া প্রবাসী বাঙালিদের পাশাপাশি কিছু ভারতীয় বাংলা ভাষাভাষীরাও এখানে আমাদের সিনেমা দর্শক। ওমর সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান, রোজী সিদ্দিকী, এরফান মৃধা শিবলু, আয়মান শিমলা। জনি হকের লেখা একটি আইটেম গানে পারফর্ম করেন কলকাতার দর্শনা বণিক।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শুক্রবার থেকে ‘ওমর’ এর বিদেশ সফর শুরু

আপডেট সময় : ১২:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক: দেশের মাল্টিপ্লেক্সগুলোতে বেশ ভালো চলছে শরীফুল রাজ অভিনীত মোস্তফা কামাল রাজের ‘ওমর’। এবার ছবিটি মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রের অন্তত কুড়িটি অঙ্গরাজ্যে! নিউ ইয়র্ক, বোস্টন, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, শিকাগো, মিয়ামি, ভার্জিনিয়া, ডালাসসহ যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি অঙ্গরাজ্যের মাল্টিপ্লেক্স থিয়েটার হলে দেখানো হবে ছবিটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দফায় ‘ওমর’ ২৬ এপ্রিল একযোগে নিউ ইয়র্ক, ডালাস, শিকাগো, সান ফ্রান্সিসকোতে মুক্তি পাবে। এরপর পর্যায়ক্রমে বাকি অঙ্গরাজ্যে প্রদর্শিত হবে ছবিটি। আগামী ১২ মে পর্যন্ত এসব অঙ্গরাজ্যে চলবে ছবিটি। এর বাইরে আগামি ১০ মে থেকে কানাডার টরন্টো, মিসিসাগা, অটোয়া, মন্ট্রিয়েল, ক্যালগারি, এডমন্টনসহ আরও বেশ কয়েকটি জায়গায় মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে ছবিটি। মে মাসের শেষের দিকে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, আবুধাবিতে মুক্তি পাবে ‘ওমর’। ছবিটি দেশের বাইরে পরিবেশন করছে আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ বলেন, কয়েক বছর ধরে প্রবাসী বাঙালিদের মধ্যে বাংলাদেশি সিনেমা নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এর আগে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’সহ বেশ কয়েকটি ছবি প্রবাসীদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। তা ছাড়া এখন তো কিছু কিছু ছবি আন্তর্জাতিক মানের তৈরি করছেন বাংলাদেশের পরিচালকেরা। দেশে আলোচনা তৈরি হচ্ছে ওই সব ছবির। যা দেশের বাইরে প্রবাসী দর্শকের মধ্যেও ছড়িয়ে পড়ছে। বাংলাদেশি সিনেমা নিয়ে এই পরিবেশকের ভাষ্য, একসময় ইউরোপ আমেরিকাতে মিলনায়তন ভাড়া করে বাংলা সিনেমা চালানো হতো। এখন হলিউডের ছবির পাশাপাশি মাল্টিপ্লেক্সে বাংলাদেশি সিনেমা মুক্তি পাচ্ছে। এটি বাংলাদেশি সিনেমার অর্জন। এ ছাড়া প্রবাসী বাঙালিদের পাশাপাশি কিছু ভারতীয় বাংলা ভাষাভাষীরাও এখানে আমাদের সিনেমা দর্শক। ওমর সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান, রোজী সিদ্দিকী, এরফান মৃধা শিবলু, আয়মান শিমলা। জনি হকের লেখা একটি আইটেম গানে পারফর্ম করেন কলকাতার দর্শনা বণিক।