ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

শুঁটকির বাজারেও বাড়তি দাম, কমেছে ক্রেতা

  • আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রায় প্রতিটি পণ্যের দাম তরতর করে বাড়ছে প্রতিদিন। এরই ধারাবাহিকতায় অধিকাংশ শুঁটকির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৮০ টাকা করে। বাড়তি দাম নিয়ে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে অসন্তুষ্টি। এর ফলে শুঁটকির বাজারে ক্রেতা সমাগম কমেছে। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, রামপুরা বাজার ঘুরে দেখা গেছে, সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের শুঁটকি। ট্রাক থেকে কিছু দোকানে নামছে নতুন শুঁটকি। আবার কেউ ব্যস্ত পুরাতন শুঁটকি সাজাতে।
ভালো মানের লইট্টা শুঁটকি কেজিপ্রতি ৭০০ থেকে বেড়ে ৭৫০ টাকা, মধ্যম মানের লইট্টা শুঁটকি কেজি প্রতি ৬৫০ থেকে বেড়ে ৭০০ টাকা, চিকন লইট্টা শুঁটকি ৪০০ থেকে বেড়ে ৪৫০ টাকা, ভালো মানের ফেওয়া শুঁটকি কেজি প্রতি ৫২০ থেকে বেড়ে ৫৫০ টাকা, ফেওয়া মধ্যম মানের শুঁটকি কেজি প্রতি ৪০০ থেকে বেড়ে ৪৫০ টাকা, হিছুটিমলা শুঁটকি কেজি প্রতি ৫১০ থেকে বেড়ে ৫৫০ টাকা, চিকন কাচকি শুঁটকি ৩২০ থেকে বেড়ে ৩৯০ টাকা, ছুরি শুঁটকি ৭৫০ থেকে বেড়ে ৮০০ টাকা, চিকন মলা শুঁটকি ৪০০ থেকে বেড়ে ৪২০ টাকা, চিংড়ি শুঁটকি ৫১০ থেকে বেড়ে ৫৫০ টাকা, বাঁশপাতা সিদল শুঁটকি ৪০০ থেকে বেড়ে ৪২০ টাকা, ছোট চেঁপা শুঁটকি ৫৫০ থেকে বেড়ে ৬০০ টাকা, বড় চেঁপা শুঁটকি ৭৫০ থেকে বেড়ে ৮০০ টাকা। কারওয়ান বাজার পাইকারি শুঁটকি ব্যবসায়ী রহমত আলী ঢাকাটাইমসকে বলেন, দেশি-বিদেশি শুঁটকি আমার দোকানে আছে। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার আগে শুটকির দাম খুবই কম ছিল। তবে জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাকের ভাড়া অতিরিক্ত নিচ্ছে। ফলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। হাতিরপুল বাজারের খুচরা শুঁটকি ব্যবসায়ী তৌহিদুল ইসলাম তুহিন ঢাকাটাইমসকে বলেন, বাজারে সব পণ্যের দাম বাড়তি। শুঁটকি বিক্রি করতেও হিমশিম খাচ্ছি। যারা শুঁটকি সব সময় কিনতো, তারা এখন দাম বাড়ায় শুঁটকি কিনতে আসছেন না। আমরা দাম কমাতেও পারছি না। কারণ পরিবহন ভাড়া বেশি নিচ্ছে।
রামপুরা বাজারের খুচরা শুঁটকি ব্যবসায়ী রুপক মিয়া ঢাকাটাইমসকে বলেন, আমি চাই সব সময় কম দামে বিক্রি করতে। কারণ কম দামে বিক্রি করলে বেশি ক্রেতা পাওয়া যায়। কিন্তু সব কিছুর দাম বেড়ে যাওয়ায় শুঁটকির দামও বেড়ে গেছে। ক্রেতা জয়নাল হোসেন বলেন, আমি আজকে বাজার করতে আসছি। শুঁটকি মাসে একবার কিনি। গত মাসে লইট্টা ৬৯০ টাকা দিয়ে এক কেজি কিনেছিলাম। আজ (সোমবার) কিনতে এসে দেখি ৭৫০ টাকা। সব কিছুর দাম বাড়লে পাঁচ টাকা বা ১০ টাকা বাড়ুক, কিন্তু অতিরিক্ত বাড়বে কেন। এক লাফে ৫০/৮০ টাকা বেড়ে যায়। এ ধরনের চর্চা খুব খারাপ। ক্রেতা ফরিদুল ইসলাম বলেন, শুঁটকির দাম যে এতো বেশি বাড়বে আমি কল্পনাও করতে পারিনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

শুঁটকির বাজারেও বাড়তি দাম, কমেছে ক্রেতা

আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

অর্থনৈতিক প্রতিবেদক : জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রায় প্রতিটি পণ্যের দাম তরতর করে বাড়ছে প্রতিদিন। এরই ধারাবাহিকতায় অধিকাংশ শুঁটকির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৮০ টাকা করে। বাড়তি দাম নিয়ে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে অসন্তুষ্টি। এর ফলে শুঁটকির বাজারে ক্রেতা সমাগম কমেছে। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, রামপুরা বাজার ঘুরে দেখা গেছে, সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের শুঁটকি। ট্রাক থেকে কিছু দোকানে নামছে নতুন শুঁটকি। আবার কেউ ব্যস্ত পুরাতন শুঁটকি সাজাতে।
ভালো মানের লইট্টা শুঁটকি কেজিপ্রতি ৭০০ থেকে বেড়ে ৭৫০ টাকা, মধ্যম মানের লইট্টা শুঁটকি কেজি প্রতি ৬৫০ থেকে বেড়ে ৭০০ টাকা, চিকন লইট্টা শুঁটকি ৪০০ থেকে বেড়ে ৪৫০ টাকা, ভালো মানের ফেওয়া শুঁটকি কেজি প্রতি ৫২০ থেকে বেড়ে ৫৫০ টাকা, ফেওয়া মধ্যম মানের শুঁটকি কেজি প্রতি ৪০০ থেকে বেড়ে ৪৫০ টাকা, হিছুটিমলা শুঁটকি কেজি প্রতি ৫১০ থেকে বেড়ে ৫৫০ টাকা, চিকন কাচকি শুঁটকি ৩২০ থেকে বেড়ে ৩৯০ টাকা, ছুরি শুঁটকি ৭৫০ থেকে বেড়ে ৮০০ টাকা, চিকন মলা শুঁটকি ৪০০ থেকে বেড়ে ৪২০ টাকা, চিংড়ি শুঁটকি ৫১০ থেকে বেড়ে ৫৫০ টাকা, বাঁশপাতা সিদল শুঁটকি ৪০০ থেকে বেড়ে ৪২০ টাকা, ছোট চেঁপা শুঁটকি ৫৫০ থেকে বেড়ে ৬০০ টাকা, বড় চেঁপা শুঁটকি ৭৫০ থেকে বেড়ে ৮০০ টাকা। কারওয়ান বাজার পাইকারি শুঁটকি ব্যবসায়ী রহমত আলী ঢাকাটাইমসকে বলেন, দেশি-বিদেশি শুঁটকি আমার দোকানে আছে। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার আগে শুটকির দাম খুবই কম ছিল। তবে জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাকের ভাড়া অতিরিক্ত নিচ্ছে। ফলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। হাতিরপুল বাজারের খুচরা শুঁটকি ব্যবসায়ী তৌহিদুল ইসলাম তুহিন ঢাকাটাইমসকে বলেন, বাজারে সব পণ্যের দাম বাড়তি। শুঁটকি বিক্রি করতেও হিমশিম খাচ্ছি। যারা শুঁটকি সব সময় কিনতো, তারা এখন দাম বাড়ায় শুঁটকি কিনতে আসছেন না। আমরা দাম কমাতেও পারছি না। কারণ পরিবহন ভাড়া বেশি নিচ্ছে।
রামপুরা বাজারের খুচরা শুঁটকি ব্যবসায়ী রুপক মিয়া ঢাকাটাইমসকে বলেন, আমি চাই সব সময় কম দামে বিক্রি করতে। কারণ কম দামে বিক্রি করলে বেশি ক্রেতা পাওয়া যায়। কিন্তু সব কিছুর দাম বেড়ে যাওয়ায় শুঁটকির দামও বেড়ে গেছে। ক্রেতা জয়নাল হোসেন বলেন, আমি আজকে বাজার করতে আসছি। শুঁটকি মাসে একবার কিনি। গত মাসে লইট্টা ৬৯০ টাকা দিয়ে এক কেজি কিনেছিলাম। আজ (সোমবার) কিনতে এসে দেখি ৭৫০ টাকা। সব কিছুর দাম বাড়লে পাঁচ টাকা বা ১০ টাকা বাড়ুক, কিন্তু অতিরিক্ত বাড়বে কেন। এক লাফে ৫০/৮০ টাকা বেড়ে যায়। এ ধরনের চর্চা খুব খারাপ। ক্রেতা ফরিদুল ইসলাম বলেন, শুঁটকির দাম যে এতো বেশি বাড়বে আমি কল্পনাও করতে পারিনি।