নিজস্ব প্রতিবেদক: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার মাহফুজুর রহমান ওরফে বিপুকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব।
গত শুক্রবার (২ মে) গভীর রাতে ফরিদপুরের মধুখালী থেকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহায়তায় র্যাব-৩, সিপিসি ২ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।
শনিবার (৩ মে) বিকালে র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) শনদ বড়ুয়া গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাতিরঝিল এবং মগবাজার এলাকায় মাহফুজুর রহমান বিপু ও তার বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ে উক্ত এলাকার সাধারণ জনগণ ভীত সন্ত্রস্ত ও অতিষ্ঠ। গত ১৯ এপ্রিল হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলিস্থ ‘দি ঝিল ক্যাফে’ নামক স্থানে মো. আরিফ সিকদারকে (২৬) হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করান। পরবর্তীতে চিকিৎসা চলাকালীন সময় গত ২১ এপ্রিল তার মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের বোন মোছা. রিমা আক্তার বাদী হয়ে মাহফুজুর রহমান বিপুসহ কয়েকজনের নামে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গতরাতে ফরিদপুরের মধুখালী থেকে বিপুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।