ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

শীর্ষে থেকেই বিরতিতে গেলো আর্সেনাল, ঘরের মাঠে হোঁচট ম্যান সিটির

  • আপডেট সময় : ১১:২৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আসন্ন বিশ্বকাপের জন্য বিরতি শুরু হচ্ছে ফুটবল লিগগুলোর। ইংলিশ প্রিমিয়ার লিগ আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে জয় দিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো আর্সেনাল। অন্যদিকে নিজেদের মাঠেই হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। গত শনিবার রাতের খেলায় উলভারহাম্পটনের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল। অন্য ম্যাচে ম্যানসিটি ২-১ গোলে হেরেছে ব্রেন্টফোর্ডের কাছে। এ রাতের পর ১৪ ম্যাচে ১২ জয় এবং ১টি করে হার ও ড্র’য়ে ৩৭ পয়েন্ট নিয়ে নিজেদের জায়গা পাকাপোক্ত করে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে গেছে আর্সেনাল। অন্যদিকে সমান ম্যাচ খেলে ১০টি জয় এবং ২টি করে হার ও ড্র’য়ে ৩২ পয়েন্ট নিয়ে ম্যান সিটির অবস্থান দ্বিতীয়তে।
উলভারহাম্পটনের মাঠে খেলতে নেমেছিলো আর্সেনাল। চলতি মৌসুমে গানাররা যে ছন্দে রয়েছে, তার তুলনায় প্রতিপক্ষ ছিলো সহজ। কারণ উলভারহাম্পটন চলতি মৌসুমে ১৫ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে। ৯ ম্যাচ হেরে অবস্থান করছে তালিকার একেবারেই তলানিতে। এ ম্যাচে আর্সেনালের জয়ের নায়ক ছিলেন নরওয়ের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। খেলার দ্বিতীয়ার্ধে দলের হয়ে ৫৪ এবং ৭৫ মিনিটে জয়সূচক দুটো গোলই করেন তিনি। অন্যদিকে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নেমেই সফরকারীদের চাপের মুখে পড়ে ম্যানচেস্টার সিটি। ফলে খেলার ১৬ মিনিটে মাথায় ইংলিশ ফরোয়ার্ড টনির গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওয়ার শিষ্যরা। তবে বিরতির আগ মুহূর্তে দলকে সমতায় ফেরান সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। বিরতি থেকে ফিরে সফরকারীদের জালে বল জড়াতে একের পর এক আক্রমণ চালায় সিটি, তবে গোলের দেখা পায়নি তারা। একটা সময় মনে হচ্ছিল, ম্যাচটা ১-১ সমতায়ই শেষ হবে। কিন্তু যোগ করা সময়ের অষ্টম মিনিটে টনি আরেক গোল করে ইংলিশ জায়ান্টদের ঘরে মাঠে পরাজয়ের স্বাদ দেয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শীর্ষে থেকেই বিরতিতে গেলো আর্সেনাল, ঘরের মাঠে হোঁচট ম্যান সিটির

আপডেট সময় : ১১:২৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : আসন্ন বিশ্বকাপের জন্য বিরতি শুরু হচ্ছে ফুটবল লিগগুলোর। ইংলিশ প্রিমিয়ার লিগ আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে জয় দিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো আর্সেনাল। অন্যদিকে নিজেদের মাঠেই হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। গত শনিবার রাতের খেলায় উলভারহাম্পটনের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল। অন্য ম্যাচে ম্যানসিটি ২-১ গোলে হেরেছে ব্রেন্টফোর্ডের কাছে। এ রাতের পর ১৪ ম্যাচে ১২ জয় এবং ১টি করে হার ও ড্র’য়ে ৩৭ পয়েন্ট নিয়ে নিজেদের জায়গা পাকাপোক্ত করে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে গেছে আর্সেনাল। অন্যদিকে সমান ম্যাচ খেলে ১০টি জয় এবং ২টি করে হার ও ড্র’য়ে ৩২ পয়েন্ট নিয়ে ম্যান সিটির অবস্থান দ্বিতীয়তে।
উলভারহাম্পটনের মাঠে খেলতে নেমেছিলো আর্সেনাল। চলতি মৌসুমে গানাররা যে ছন্দে রয়েছে, তার তুলনায় প্রতিপক্ষ ছিলো সহজ। কারণ উলভারহাম্পটন চলতি মৌসুমে ১৫ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে। ৯ ম্যাচ হেরে অবস্থান করছে তালিকার একেবারেই তলানিতে। এ ম্যাচে আর্সেনালের জয়ের নায়ক ছিলেন নরওয়ের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। খেলার দ্বিতীয়ার্ধে দলের হয়ে ৫৪ এবং ৭৫ মিনিটে জয়সূচক দুটো গোলই করেন তিনি। অন্যদিকে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নেমেই সফরকারীদের চাপের মুখে পড়ে ম্যানচেস্টার সিটি। ফলে খেলার ১৬ মিনিটে মাথায় ইংলিশ ফরোয়ার্ড টনির গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওয়ার শিষ্যরা। তবে বিরতির আগ মুহূর্তে দলকে সমতায় ফেরান সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। বিরতি থেকে ফিরে সফরকারীদের জালে বল জড়াতে একের পর এক আক্রমণ চালায় সিটি, তবে গোলের দেখা পায়নি তারা। একটা সময় মনে হচ্ছিল, ম্যাচটা ১-১ সমতায়ই শেষ হবে। কিন্তু যোগ করা সময়ের অষ্টম মিনিটে টনি আরেক গোল করে ইংলিশ জায়ান্টদের ঘরে মাঠে পরাজয়ের স্বাদ দেয়।