ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

শীত মানে

  • আপডেট সময় : ১০:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে

বিল্লাল মাহমুদ মানিক : শীত মানে ঝিরিঝিরি হিমেল বাতাস,
মেঘহীন বিস্তৃত ধূসর আকাশ।

শীত মানে গাছে গাছে পাতা ঝরা খেলা,
বৃদ্ধ বটের তলে পৌষের মেলা।

শীত মানে পান করা খেজুরের রস,
উত্তাপহারা এক শীতল তাপস।

শীত মানে দিনভর চাষরত চাষী,
রোদের পরশে ঘাসে শিশিরের হাসি।

শীত মানে তরতাজা সবজি ও শাক,
খালে-বিলে ভিনদেশি পাখিদের ঝাঁক।

শীত মানে সুয়েটার, শাল গায়ে থাকা,
দিন-রাত মাঠ-ঘাট কুয়াশায় ঢাকা।

শীত মানে দাউদাউ খড়ের অনল-
গোল হয়ে জড়সড় পোহানো প্রবল।

শীত মানে সন্ধ্যায় ভলিবল খেলা,
ভয়ানক আলস্যে কাজে অবহেলা।

শীত মানে হলুদিয়া সরিষার মাঠ,
রাত জেগে সুর করে পুঁথি করা পাঠ।

শীত মানে পিঠাপুলি পায়েসের ধুম,
রাতভর লেপ-কাঁথা গায়ে দিয়ে ঘুম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শীত মানে

আপডেট সময় : ১০:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১

বিল্লাল মাহমুদ মানিক : শীত মানে ঝিরিঝিরি হিমেল বাতাস,
মেঘহীন বিস্তৃত ধূসর আকাশ।

শীত মানে গাছে গাছে পাতা ঝরা খেলা,
বৃদ্ধ বটের তলে পৌষের মেলা।

শীত মানে পান করা খেজুরের রস,
উত্তাপহারা এক শীতল তাপস।

শীত মানে দিনভর চাষরত চাষী,
রোদের পরশে ঘাসে শিশিরের হাসি।

শীত মানে তরতাজা সবজি ও শাক,
খালে-বিলে ভিনদেশি পাখিদের ঝাঁক।

শীত মানে সুয়েটার, শাল গায়ে থাকা,
দিন-রাত মাঠ-ঘাট কুয়াশায় ঢাকা।

শীত মানে দাউদাউ খড়ের অনল-
গোল হয়ে জড়সড় পোহানো প্রবল।

শীত মানে সন্ধ্যায় ভলিবল খেলা,
ভয়ানক আলস্যে কাজে অবহেলা।

শীত মানে হলুদিয়া সরিষার মাঠ,
রাত জেগে সুর করে পুঁথি করা পাঠ।

শীত মানে পিঠাপুলি পায়েসের ধুম,
রাতভর লেপ-কাঁথা গায়ে দিয়ে ঘুম।