ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

শীতে সুস্থ-সবল চারা ফলন পদ্ধতি

  • আপডেট সময় : ০১:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

কৃষি ও কৃষক ডেস্ক : চলছে পৌষের শীত। জমিতে দোল খাচ্ছে শস্য। কৃষক তার আন্তরিকতা দিয়ে চেষ্টা করছেন সুস্থ-সবল ফসল উৎপাদনের। এই সময়ে কিছু নিয়ম-কানুন মেনে চললে ফসলের মাঠে কৃষকের হাসি ফুটে উঠবে অচিরেই। আসুন জেনে নিই সুস্থ-সবল চারা পেতে করণীয় সম্পর্কে—
১. সুস্থ-সবল চারা পেতে বীজতলায় সব সময় পানি রাখুন।
২. বোরো মৌসুমে বেশি শীত হলে বীজতলা সন্ধ্যায় পানিতে ডুবিয়ে দিয়ে সকালে পানি ছেড়ে দিন।
৩. বেশি কুয়াশা হলে সকালে রশি টেনে শিশির ফেলে দিন।
৪. বীজ বপনের ৩-৪ দিন পর থেকে নালায় সেচ দিন।
৫. বীজতলার মাটি নরম রাখুন।
৬. বীজতলায় ২-৫ সেন্টিমিটার (০.৭৮ থেকে ২ ইঞ্চি) পানি রাখুন।
৭. মাঝে মাঝে জমে থাকা পানি বের করে পুনরায় নতুন পানি দিন।
৮. চারা গাছ হলদে হয়ে গেলে চারা গজানোর ২ সপ্তাহ পর প্রতি শতাংশে ২৫০ গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করুন।
৯. ইউরিয়া প্রয়োগের পর চারা সবুজ না হলে বীজতলায় মাত্রা অনুযায়ী থিয়োভিট বা সমমানের ওষুধ প্রয়োগ করুন।
১০. রোগ দমনের জন্য বেশি শীত ও কুয়াশায় বীজতলায় মাত্রানুযায়ী টিল্ট বা স্কোর স্প্রে করুন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শীতে সুস্থ-সবল চারা ফলন পদ্ধতি

আপডেট সময় : ০১:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

কৃষি ও কৃষক ডেস্ক : চলছে পৌষের শীত। জমিতে দোল খাচ্ছে শস্য। কৃষক তার আন্তরিকতা দিয়ে চেষ্টা করছেন সুস্থ-সবল ফসল উৎপাদনের। এই সময়ে কিছু নিয়ম-কানুন মেনে চললে ফসলের মাঠে কৃষকের হাসি ফুটে উঠবে অচিরেই। আসুন জেনে নিই সুস্থ-সবল চারা পেতে করণীয় সম্পর্কে—
১. সুস্থ-সবল চারা পেতে বীজতলায় সব সময় পানি রাখুন।
২. বোরো মৌসুমে বেশি শীত হলে বীজতলা সন্ধ্যায় পানিতে ডুবিয়ে দিয়ে সকালে পানি ছেড়ে দিন।
৩. বেশি কুয়াশা হলে সকালে রশি টেনে শিশির ফেলে দিন।
৪. বীজ বপনের ৩-৪ দিন পর থেকে নালায় সেচ দিন।
৫. বীজতলার মাটি নরম রাখুন।
৬. বীজতলায় ২-৫ সেন্টিমিটার (০.৭৮ থেকে ২ ইঞ্চি) পানি রাখুন।
৭. মাঝে মাঝে জমে থাকা পানি বের করে পুনরায় নতুন পানি দিন।
৮. চারা গাছ হলদে হয়ে গেলে চারা গজানোর ২ সপ্তাহ পর প্রতি শতাংশে ২৫০ গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করুন।
৯. ইউরিয়া প্রয়োগের পর চারা সবুজ না হলে বীজতলায় মাত্রা অনুযায়ী থিয়োভিট বা সমমানের ওষুধ প্রয়োগ করুন।
১০. রোগ দমনের জন্য বেশি শীত ও কুয়াশায় বীজতলায় মাত্রানুযায়ী টিল্ট বা স্কোর স্প্রে করুন।