সরোয়ার রানা : শীতের সময় মজার খাবার
পিঠা, মুড়ির মোয়া
সাতসকালে উড়ছে দেখ
শিশির ধোঁয়া ধোঁয়া।
টুপটাপ করে ঝরে পড়ে
খেজুরেরই রস
ভাবতে আমার অবাক লাগে
করলো আমায় বস।
রসে ভেজা চিতই পিঠা
খেতে লাগে ভালো
মা বললো আরো খাবে
মুখ করো না কালো।
সাত সকালে কুয়াশা টেলে
খেজুর তলায় যাই
স্বাদে গন্ধে পাগল করে
তারতো জুড়ি নাই।