ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

শীতের সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম

  • আপডেট সময় : ০৫:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:  বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে। কিন্তু দাম ক্রেতার নাগালে আসছে না। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতারা এ কথা জানিয়েছেন।

বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বেগুনের দাম ১০০-১২০ টাকা। অন্যান্য বছরগুলোতে দেখা যায়- শীতের মধ্যে বেগুনের দাম নেমে আসে ৪০-৬০ টাকায়।

প্রতিটি মাঝারি আকারের ফুলকপি, বাঁধাকপির দাম ৪৫-৫৫ টাকা। নতুন আসা এক কেজি শিমের দাম এখন ১০০ টাকা বা তারও বেশি। সবুজ শিম ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি নতুন আলু বাজার ও মানভেদে বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়।

অন্যান্য সবজির মধ্যে- বরবটি বাজারভেদে ৭০-৮০ টাকা, ঢেড়স ও পটোলের দাম প্রতিকেজি ৫০-৭০ টাকা। মিষ্টি কুমড়া প্রতিটি ৮০-১০০ টাকা।

মালিবাগ বাজারের ক্রেতারা জানান, বেশকিছু দিন হলো বাজারে শীতের সবজি এসেছে। কিন্তু দাম এখনো অনেক চড়া। আগের বছরগুলোতে এ সময়ে সবজির দাম অনেক কম থাকত।

কারওয়ান বাজারের আড়তদার মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার জানান, মাসখানেক আগে অস্বাভাবিক বৃষ্টিতে অনেক স্থানে সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণে সারা দেশ থেকে ঢাকায় সবজির সরবরাহ এখনো সেভাবে শুরু হয়নি। স্বাভাবিক হতে ৭-১০ দিনের মতো সময় লাগবে।

বাজারে ডিম ও মুরগির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকার মধ্যে। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়।

ওআ/আপ্র/২৮/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শীতের সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম

আপডেট সময় : ০৫:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:  বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে। কিন্তু দাম ক্রেতার নাগালে আসছে না। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতারা এ কথা জানিয়েছেন।

বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বেগুনের দাম ১০০-১২০ টাকা। অন্যান্য বছরগুলোতে দেখা যায়- শীতের মধ্যে বেগুনের দাম নেমে আসে ৪০-৬০ টাকায়।

প্রতিটি মাঝারি আকারের ফুলকপি, বাঁধাকপির দাম ৪৫-৫৫ টাকা। নতুন আসা এক কেজি শিমের দাম এখন ১০০ টাকা বা তারও বেশি। সবুজ শিম ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি নতুন আলু বাজার ও মানভেদে বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়।

অন্যান্য সবজির মধ্যে- বরবটি বাজারভেদে ৭০-৮০ টাকা, ঢেড়স ও পটোলের দাম প্রতিকেজি ৫০-৭০ টাকা। মিষ্টি কুমড়া প্রতিটি ৮০-১০০ টাকা।

মালিবাগ বাজারের ক্রেতারা জানান, বেশকিছু দিন হলো বাজারে শীতের সবজি এসেছে। কিন্তু দাম এখনো অনেক চড়া। আগের বছরগুলোতে এ সময়ে সবজির দাম অনেক কম থাকত।

কারওয়ান বাজারের আড়তদার মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার জানান, মাসখানেক আগে অস্বাভাবিক বৃষ্টিতে অনেক স্থানে সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণে সারা দেশ থেকে ঢাকায় সবজির সরবরাহ এখনো সেভাবে শুরু হয়নি। স্বাভাবিক হতে ৭-১০ দিনের মতো সময় লাগবে।

বাজারে ডিম ও মুরগির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকার মধ্যে। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়।

ওআ/আপ্র/২৮/১১/২০২৫