ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

শীতের প্রকোপে বিপাকে শ্রমজীবী

  • আপডেট সময় : ০১:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে

জয়পুরহাট সংবাদদাতা : উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাসহ আশপাশের উপজেলাগুলোতেও জেঁকে বসেছে তীব্র শীত। একই সঙ্গে বইছে হালকা ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। দুপুর গড়িয়ে গেলেও দেখা মিলছে না সূর্যের আলো। কুয়াশার কারণে রাস্তার যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে। শীতের প্রভাব পড়ছে জনজীবনে। এতে বেশি বিপাকে পড়েছে স্বল্প আয়ের গরিব অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। পরিবারের অন্য সদস্যর খাদ্য সংগ্রহের জন্য ঘনকুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ঘরের বাইরে ছুটতে হচ্ছে। প্রয়োজনের তাগিদে অনেকেই শরীরে গরম কাপড় জড়িয়ে শীতের তীব্রতা উপেক্ষা করে বাস, ট্রেন ও ভ্যান-রিকশা যোগে গন্তব্যে যাচ্ছেন। অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। উপজেলার ভীমপুর বাসস্ট্যান্ড দীর্ঘদিন ধরে চা-পুরির দোকান করে সংসার চালান দুদু মিয়া।
তার দোকানের চারদিক উন্মুক্ত হওয়ায় ঠান্ডা বাতাস ও শীত তার শরীরে একটু বেশি লাগছে। একদিন দোকান বন্ধ থাকলে সবাইকে না খেয়ে থাকতে হবে বলেন দুদু। জয়পুরহাট-হিলি রুটের বাস ড্রাইভার জিয়া বলেন, দুর্ঘটনা থেকে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে অতিরিক্ত কুয়াশায় রাতের বেলা গাড়ি ধীরগতিতে চালাতে হচ্ছে। ঠান্ডা বাতাস, শীত ও কুয়াশার কারণে দুপুর পর্যন্ত বাসসহ সকল যানবাহনে যাত্রী কম হচ্ছে বলেও তিনি জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শীতের প্রকোপে বিপাকে শ্রমজীবী

আপডেট সময় : ০১:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

জয়পুরহাট সংবাদদাতা : উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাসহ আশপাশের উপজেলাগুলোতেও জেঁকে বসেছে তীব্র শীত। একই সঙ্গে বইছে হালকা ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। দুপুর গড়িয়ে গেলেও দেখা মিলছে না সূর্যের আলো। কুয়াশার কারণে রাস্তার যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে। শীতের প্রভাব পড়ছে জনজীবনে। এতে বেশি বিপাকে পড়েছে স্বল্প আয়ের গরিব অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। পরিবারের অন্য সদস্যর খাদ্য সংগ্রহের জন্য ঘনকুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ঘরের বাইরে ছুটতে হচ্ছে। প্রয়োজনের তাগিদে অনেকেই শরীরে গরম কাপড় জড়িয়ে শীতের তীব্রতা উপেক্ষা করে বাস, ট্রেন ও ভ্যান-রিকশা যোগে গন্তব্যে যাচ্ছেন। অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। উপজেলার ভীমপুর বাসস্ট্যান্ড দীর্ঘদিন ধরে চা-পুরির দোকান করে সংসার চালান দুদু মিয়া।
তার দোকানের চারদিক উন্মুক্ত হওয়ায় ঠান্ডা বাতাস ও শীত তার শরীরে একটু বেশি লাগছে। একদিন দোকান বন্ধ থাকলে সবাইকে না খেয়ে থাকতে হবে বলেন দুদু। জয়পুরহাট-হিলি রুটের বাস ড্রাইভার জিয়া বলেন, দুর্ঘটনা থেকে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে অতিরিক্ত কুয়াশায় রাতের বেলা গাড়ি ধীরগতিতে চালাতে হচ্ছে। ঠান্ডা বাতাস, শীত ও কুয়াশার কারণে দুপুর পর্যন্ত বাসসহ সকল যানবাহনে যাত্রী কম হচ্ছে বলেও তিনি জানান।