কনক কুমার প্রামানিক : কুয়াশার চাদরেতে ঢেকে চারিদিক
থেমে থেমে জীবনটা চলে না যে ঠিক।
গাছে গাছে ঝোলে রসভর্তি কলস
শীত এলে রবিটা হয় বড় অলস।
পাতা ঝরা শুষ্কতা প্রকৃতির বুকে
শুভ্র জলে সাদা বক মাছ ধরে সুখে।
শীতকালে পিঠাপুলির পড়ে যে ধুম
বাড়ন্ত বেলাতেও চোখে বড় ঘুম।
তিব্র শীতে কাবু হয়ে কাঁপে থরথর
উত্তরের হিমে বাড়ে শীতের ডর।
তিব্র শীতে আগুনেতে উষ্ণতা নেয়
বেড়ে যায় শীত সকাল ও সন্ধ্যায়।
শীতকালে ঠান্ডা স্নান করা দায়
শীতকালেও গরীবের শান্তি নাই।