নড়াইল সংবাদদাতা : নড়াইলে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। তিনি গতকাল সোমবার সকালে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ শীতকালীন প্রশিক্ষণ এলাকা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এবং নড়াইল জেলার লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্প পরিদর্শন শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সেনাপ্রধান নড়াইল জেলার লোহাগড়া মধুমতি আর্মি ক্যাম্পে ৩ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। প্রশিক্ষণ এলাকার অসহায়, দুস্থ ও নি¤œ আয়ের মানুষদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে।