ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

শীতজনিত রোগে ১০৫ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০২:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শীতজনিত রোগে ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে চলতি বছর ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে শতাধিক মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সারা দেশে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৮৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং আরও দুজনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৭৮ হাজার ৩৬২ জন। একই সময়ে এ রোগে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ২৩৩ জন। ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে আজ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৯০ হাজার ৭৪৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছে তিন জনের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শীতজনিত রোগে ১০৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : শীতজনিত রোগে ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে চলতি বছর ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে শতাধিক মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সারা দেশে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৮৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং আরও দুজনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৭৮ হাজার ৩৬২ জন। একই সময়ে এ রোগে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ২৩৩ জন। ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে আজ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৯০ হাজার ৭৪৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছে তিন জনের।