ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

শীতকে স্বাগত জানাবে ১০ ব্যান্ড

  • আপডেট সময় : ১০:১৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : গ্রামাঞ্চলে ইতোমধ্যে শীতের আগমন হয়ে গেছে। সকালে ঘন কুয়াশাও দেখা যাচ্ছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। ঢাকায় এখনও শীতের সেই আমেজ আসেনি। তবে ভোররাতে শীতল আবহাওয়া জানান দেয়, নগরেও শীত আসছে। এই শীতকে বরণ করে নিতে মঞ্চে উঠছে দেশের জনপ্রিয় ১০টি ব্যান্ড। গানে গানে তারা মাতাবেন গানপ্রেমী শ্রোতাদের। বিশেষ এই ওপেন এয়ার কনসার্ট হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে এটি। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকালে দৈনিক ডেইলি স্টার ভবনের মিলনায়নে অনুষ্ঠিত হয়েছে একটি সংবাদ সম্মেলন। সেখানে ‘নভেম্বর রেইন ভলিউম ২’ শীর্ষক কনসার্টটির বিস্তারিত জানানো হয়। এতে আয়োজকদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘মেঘদল’ ব্যান্ডের গায়ক শিবু কুমার শীল ও ‘ভাইকিং’র ভোকাল তন্ময় তানসেন প্রমুখ। এই কনসার্টে পারফর্ম করবে অর্থহীন, আর্টসেল, ক্রিপটিক ফেইট, ব্ল্যাক, মেঘদল, চিরকুট, অ্যাশেজ, ইন্দালো, ভাইকিং ও পাওয়ারসার্জ। এর মধ্যে পরিবেশনায় থাকছে বেশ কিছু চমক। আয়োজক সংস্থা ব্র্যান্ডমিথের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কনসার্টে ব্ল্যাক ও ক্রিপটিক ফেইট ব্যান্ড মিলে ‘আশীর্বাদ’ নামের একটি গান পরিবেশন করবে। এছাড়া অংশ নিতে যাওয়া ব্যান্ডগুলো যে যে ব্যান্ড থেকে অনুপ্রাণিত ও প্রভাবিত, সেই ব্যান্ডেরও একটি করে গান গাইবে। সঙ্গে নিজেদের জনপ্রিয় গানগুলো তো থাকছেই। ‘নভেম্বর রেইন ভলিউম ২’ কনসার্টের ইভেন্ট পেজ থেকে জানা গেলো, এর টিকিট পাওয়া যাবে ‘গেট সেট রক’ নামের ওয়েবসাইটে। দুই রকমের টিকিট থাকছে, মিথ জোনের টিকিটের দাম ১ হাজার ৫০ টাকা এবং রকার্স জোনের ৫৫০ টাকা। ১২ নভেম্বর দুপুর আড়াইটায় শুরু হবে কনসার্টটি। এর আগে বেলা ১২ খুলে দেওয়া হবে গেট। উল্লেখ্য, ‘নভেম্বর রেইন’ মূলত বিখ্যাত মার্কিন রক ব্যান্ড ‘গানস এন রোজেস’র গান। এটি বিশ্বজুড়ে শুধু শ্রোতাদের কাছেই নয়, মিউজিশিয়ানদের কাছেও জনপ্রিয়, অনুসরণীয়। এই গানের নাম থেকেই কনসার্টটির নামকরণ করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীতকে স্বাগত জানাবে ১০ ব্যান্ড

আপডেট সময় : ১০:১৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

বিনোদন প্রতিবেদক : গ্রামাঞ্চলে ইতোমধ্যে শীতের আগমন হয়ে গেছে। সকালে ঘন কুয়াশাও দেখা যাচ্ছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। ঢাকায় এখনও শীতের সেই আমেজ আসেনি। তবে ভোররাতে শীতল আবহাওয়া জানান দেয়, নগরেও শীত আসছে। এই শীতকে বরণ করে নিতে মঞ্চে উঠছে দেশের জনপ্রিয় ১০টি ব্যান্ড। গানে গানে তারা মাতাবেন গানপ্রেমী শ্রোতাদের। বিশেষ এই ওপেন এয়ার কনসার্ট হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে এটি। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকালে দৈনিক ডেইলি স্টার ভবনের মিলনায়নে অনুষ্ঠিত হয়েছে একটি সংবাদ সম্মেলন। সেখানে ‘নভেম্বর রেইন ভলিউম ২’ শীর্ষক কনসার্টটির বিস্তারিত জানানো হয়। এতে আয়োজকদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘মেঘদল’ ব্যান্ডের গায়ক শিবু কুমার শীল ও ‘ভাইকিং’র ভোকাল তন্ময় তানসেন প্রমুখ। এই কনসার্টে পারফর্ম করবে অর্থহীন, আর্টসেল, ক্রিপটিক ফেইট, ব্ল্যাক, মেঘদল, চিরকুট, অ্যাশেজ, ইন্দালো, ভাইকিং ও পাওয়ারসার্জ। এর মধ্যে পরিবেশনায় থাকছে বেশ কিছু চমক। আয়োজক সংস্থা ব্র্যান্ডমিথের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কনসার্টে ব্ল্যাক ও ক্রিপটিক ফেইট ব্যান্ড মিলে ‘আশীর্বাদ’ নামের একটি গান পরিবেশন করবে। এছাড়া অংশ নিতে যাওয়া ব্যান্ডগুলো যে যে ব্যান্ড থেকে অনুপ্রাণিত ও প্রভাবিত, সেই ব্যান্ডেরও একটি করে গান গাইবে। সঙ্গে নিজেদের জনপ্রিয় গানগুলো তো থাকছেই। ‘নভেম্বর রেইন ভলিউম ২’ কনসার্টের ইভেন্ট পেজ থেকে জানা গেলো, এর টিকিট পাওয়া যাবে ‘গেট সেট রক’ নামের ওয়েবসাইটে। দুই রকমের টিকিট থাকছে, মিথ জোনের টিকিটের দাম ১ হাজার ৫০ টাকা এবং রকার্স জোনের ৫৫০ টাকা। ১২ নভেম্বর দুপুর আড়াইটায় শুরু হবে কনসার্টটি। এর আগে বেলা ১২ খুলে দেওয়া হবে গেট। উল্লেখ্য, ‘নভেম্বর রেইন’ মূলত বিখ্যাত মার্কিন রক ব্যান্ড ‘গানস এন রোজেস’র গান। এটি বিশ্বজুড়ে শুধু শ্রোতাদের কাছেই নয়, মিউজিশিয়ানদের কাছেও জনপ্রিয়, অনুসরণীয়। এই গানের নাম থেকেই কনসার্টটির নামকরণ করা হয়েছে।