ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

শিশু নিবাসে যাচ্ছে ত্রিশালের সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক

  • আপডেট সময় : ০২:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে সড়কে জন্ম নেওয়া নবজাতক শিশুটি পরিচর্যার জন্য শিশু নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে শিশু কল্যাণ বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক মো. ওয়ালীউল্লাহসহ নবজাতক শিশুটির পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।
এদিকে শিশুটির শিশু কল্যাণ সভা সদস্য এবং পরিবার সিদ্ধান্ত মোতাবেক ফাতেমা নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, নবজাতক শিশুটির লালন পালনের জন্য শিশু কল্যাণ সভার সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী সমাজসেবা অধিদফতর পরিচালিত ঢাকার আজিমপুরের শিশু নিবাসে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের মতামত নেওয়া হয়েছে। এ দিকে সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. ওয়ালীউল্লাহ বলেন, শুক্রবার (২৯ জুলাই) সমাজসেবা অধিদফতরের মাধ্যমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নবজাতক শিশুটিকে ছুটি দিয়ে ঢাকায় শিশু নিবাসে পাঠানো হবে। শিশুটি ওই শিশু নিবাসে দুই বছর অবস্থান করবে। পরে পরিবারের অভিভাবকদের কাছে তাকে ফেরত দেওয়া হবে। নবজাতক শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত আমাদের পরিবারের সবাই মেনে নিয়েছে। প্রশাসনে স্যারেরা যে উদ্যোগ নিয়েছে এতে আমরা খুশি। দুই বছর লালন পালন শেষে ফাতেমা আবারও আমাদের মাঝে ফিরে আসবে। তিনি আরও জানান, পরিবারের সবার ইচ্ছা ছিল নবজাতক শিশুটির নাম ফাতেমা রাখা হবে। জেলা প্রশাসক এবং কমিটির সদস্যরা সবাই মিলে ফাতেমা নাম রাখায় আমরা খুশি। উল্লেখ্য, গত ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্য নিহত হন। দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে শিশুটি জন্ম নেয়। শিশুকন্যাটিকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শিশু নিবাসে যাচ্ছে ত্রিশালের সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক

আপডেট সময় : ০২:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে সড়কে জন্ম নেওয়া নবজাতক শিশুটি পরিচর্যার জন্য শিশু নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে শিশু কল্যাণ বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক মো. ওয়ালীউল্লাহসহ নবজাতক শিশুটির পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।
এদিকে শিশুটির শিশু কল্যাণ সভা সদস্য এবং পরিবার সিদ্ধান্ত মোতাবেক ফাতেমা নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, নবজাতক শিশুটির লালন পালনের জন্য শিশু কল্যাণ সভার সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী সমাজসেবা অধিদফতর পরিচালিত ঢাকার আজিমপুরের শিশু নিবাসে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের মতামত নেওয়া হয়েছে। এ দিকে সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. ওয়ালীউল্লাহ বলেন, শুক্রবার (২৯ জুলাই) সমাজসেবা অধিদফতরের মাধ্যমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নবজাতক শিশুটিকে ছুটি দিয়ে ঢাকায় শিশু নিবাসে পাঠানো হবে। শিশুটি ওই শিশু নিবাসে দুই বছর অবস্থান করবে। পরে পরিবারের অভিভাবকদের কাছে তাকে ফেরত দেওয়া হবে। নবজাতক শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত আমাদের পরিবারের সবাই মেনে নিয়েছে। প্রশাসনে স্যারেরা যে উদ্যোগ নিয়েছে এতে আমরা খুশি। দুই বছর লালন পালন শেষে ফাতেমা আবারও আমাদের মাঝে ফিরে আসবে। তিনি আরও জানান, পরিবারের সবার ইচ্ছা ছিল নবজাতক শিশুটির নাম ফাতেমা রাখা হবে। জেলা প্রশাসক এবং কমিটির সদস্যরা সবাই মিলে ফাতেমা নাম রাখায় আমরা খুশি। উল্লেখ্য, গত ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্য নিহত হন। দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে শিশুটি জন্ম নেয়। শিশুকন্যাটিকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।